১) মন কোনো কথা নাই
আমি ভালোবাসি তোমায়
তাই বলে তোমারও বাসতে হবে
এমন কোনো কথা নাই।
জানিয়ে ছিলাম আমি তোমায়,
ভালোবেসে ছিলাম শুধু তাই।
তোমার প্রতিটা সিদ্ধান্ত
মেনে নিতে আমিও চাই।
জোর করে হয় না ভালোবাসা
সেটা বোঝানোর দরকার নাই আমায়।
আমি জানি ভালোলাগায়,
আমি জানি ভালোবাসায়,
তাই বলি আমি তোমায়
ভালোবাসি বলে বাসতে হবে
এমন কোনো কথা নাই।
তোমারও লাগতে পারে ভালো,
ভাসতে পার আমি ছাড়া অন্য কাউকে,
তাই বলে মনে কষ্ট আনার দরকার নাই।
আমি চাই ভালো রাখতে তোমায়।
তাই বলে তোমায় পেতে হবে
এমন কোনো কথা নাই।
তোমার জন্য দূর থেকে করবো দোয়া আজীবন
সেই তুমি জান বা না জান
সুখে দুখে রাখবো খবর সবসময়।
এর পিছনে তোমার কোন হাত নাই,
আমার ইচ্ছে হলো খবর রাখবো আমি তাই।
চাইলে বন্ধুত্বের হাতটা সারাজীবনের জন্য,
বাড়িয়ে দিতে পার আমায়।
ভালোবাসি বলে বাসতে হবে,
এমন কোনো কথা নাই।
২) জীবনের আসল মানে
বুঝেছি জীবনের আসল মানে
এতো দিন ছিলাম
রাতের মতো কালো অন্ধকারে।
মনে হয় বলে এর জন্য,
দিন তো আসে রাতের পরে।
সত্যি এইভাবে চলে জীবন,
সময়ের সাথে সাথে
রং লাগবে অনেক রকম।
মিথ্যা স্বপ্ন দেখাবে ভুল কিছু মানুষ জন।
তাই বলে দিব না আমি, ভুল পথে পা।
আগেইতো বলে দিয়েছি নিজেকে,
বুঝেছি জীবনের আসল মানে।
করবো নিজের এবার স্বপ্ন পূরণ।
আসলেই সবাই তো মিথ্যা মায়াবী
তাই মিথ্যা মায়ায় কেন জড়াবো আমি?
নিজের লাভ বা কী?
আগে পরে হলেও কথাটা আসলে সত্যি,
তাই না হয় নিজেকে আগে থেকে তৈরি রাখি।
সময়ের পাল্টা জবাব দিতে,
আমিও সবসময় পারি।
তাই তো নিজেকে বদলে ফেলেছি
বুঝে না বুঝে অনেক আগে।
তাই মনে হয় বুঝতে পেরেছি,
জীবনের আসল মানে।
যাক যা হলো ভালোই হলো,
এটা হয়তো কপালে লিখা ছিল।
তার মানে এই নয় ভেঙে পরবো তাড়াতাড়ি,
ভেঙ্গেও ভাঙ্গবো না আমি।
হারতে হাজার বার রাজি আমি,
ভেঙ্গে পরবো না কখনওই আমি।
আগেইতো বলে দিয়েছি নিজেকে,
বুজতে পেরেছি এবার,
জীবনের আসল মানে।
৩) আমি আর আগের মতো
আমি আর আগের মতো তোমার জন্য অপেক্ষা করি না,
কারণ আমি এখন জানি তুমি চাইলেও আর ফিরে আসতে পারবে না।
তুমি জানো আমি আগের মতো আর বায়না করি না,
কারণ আমি জানি আমার বায়না মিটানোর জন্য তুমি আসবে না।
আমি আর আগের মতো তোমাকে নিয়ে স্বপ্ন দেখি না,
কারণ আমি এখন স্বপ্ন দেখতে শিখেছি নিজেকে নিয়ে।
তুমি জানো আমি আর আগের মতো কোনো কিছুতে কষ্ট পাই না,
কারণ আমি জানি আমার কষ্ট দূর করার জন্য তুমি আর আসবে না।
আমি আর কারো জন্য অপেক্ষা করি না,
কারণ আমি জানি কেউ আমাকে চাইলেও তোমার মতো ভালোবাসতে পারবে না।
তুমি জানো আমি আর আগের মতো আমার প্রিয় জিনিসের কথা কাউকে বলি না,
কারণ আমি তোমাকে ছাড়া আর কারো কাছ থেকে আমার প্রিয় জিনিসটা নিতে চাই না।
তুমি জানো আমার চোখ দিয়ে আর জল গড়েয়ে পরে না এখন,
কারণ আমি এখন শিখেছি নিজেকে কীভাবে শক্ত করতে হয়।
নিজের ভালোলাগা গুলোকে কীভাবে প্রধান্য দিতে হয়,
আগামীর পৃথিবীর জন্য নিজেকে কীভাবে তৈরি করতে হয়।
৪) আমি বিরক্ত করি
আজ আমি তোমাকে বিরক্ত করি,
তাই না সত্যি করে বলো?
দেখবে আমি একদিন দূর সরে যাব।
করবো না আর তোমায় বিরক্ত।
সত্যি সরে যাব তোমার জীবন থেকে,
তাহলে বুজি তুমি ভালো থাকবে।
আমি না তোমার বিরক্তের কারণ হতে চাই না,
চাই না কখনো তোমায় কষ্ট দিতে।
সত্যি একদিন দূরে চলে যাব,
তুমি আমাকে চাইলেও আমি সেইদিন আর আসবো না,
আমি সত্যি চলে যাব একদিন।
আমার জীবনটা আমি নতুন করে সাজাবো,
আমি নিজেকে নতুন করে তৈরি করবো।
তবে তুমি সেই দিন অনুতপ্ত হবে,
আর আমার কথা মনে করবে।
তুমি চাইলেও পারবে না আমার হাতটা ধরতে,
কারণ আমি অনেক দূরে চলে যাব।
হবো না আর তোমার অবহেলার পাত্র,
সত্যি একদিন দূরে সরে যাব।
তুমি তোমার মতো বেঁচে থেকো,
আমিও আমার মতো থাকবো।
অনেক অনেক ভালো থাকবো,
আর করবো না বিরক্ত কখনো।
৫) আমি তার জন্য সবকিছু করতে পারি
যে আমাকে আমার মতো মেনে নিবে,
আমার ভালো লাগা গুলোকে প্রাধান্য দিবে,
আমি তার জন্য সবকিছু করতে পারি।
যে আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হবে,
আমার সৎ ইচ্ছে গুলো পূরণে আমার পাশে থাকবে,
আমি তার জন্য সবকিছু করতে পারি।
যে মনের দিক দিয়ে অনেক বড়ো মাপের মানুষ হবে,
বিবেক দিয়ে সবকিছু চিন্তা করবে,
আমি তার জন্য সবকিছু করতে পারি।
যে প্রতিটা অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবে,
নিজের ব্যক্তিত্বকে দূঢ় ভাবে গড়ে তুলবে,
আমি তার জন্য সবকিছু করতে পারি।
যে হাজার সমস্যা মধ্যেও আমাকে সত্য কথা বলবে,
তার বিশ্বাসের হাতটা আমার দিকে বাড়িয়ে দিবে,
আমি তার জন্য সবকিছু করতে পারি।
যে আত্মবিশ্বাসের সাথে তার অপরাধ গুলো আমার কাছে স্বীকার করবে,
নিজের ভালো দিক গুলোকে প্রাধান্য দিয়ে নিজেকে নিজের মতো তৈরি করবে,
আমি তার জন্য সবকিছু করতে পারি।
যে স্বপ্ন দেখাতে শিখাবে প্রতিটা স্বপ্ন দেখা মানুষকে,
বাঁচতে শিখাবে আমাকে আমার মতো করে,
আমি তার জন্য সবকিছু করতে পারি।
৬) দুদিনের পরিচয়
দুদিনের পরিচয়,
তাই তো হয়নি জানা সবকিছু,
তবে বুঝেছি অনেক কিছু।
ঝগড়া দিয়ে হয়েছিল শুরু,
তারপরে পরিচয়,
হা একটু অন্যরকম।
অপ্রত্যাশিত ভাবে ভালোলাগা,
কথা বলা শুরু।
অল্প অল্প করে বুঝেছি,
জেনেছি এতো কিছু।
সত্যি গুলো অনুভব করেছি,
আর মিথ্যা গুলো বুঝতে পেরেছি।
তবে হয়তোবা রাখবো না,
একসময় যোগাযোগ,
কিন্তু মনে রাখবো সবসময়।
হা একটু অন্য রকম,
ভালোবাসা রইলো সারাজীবন।
একজন ভালো মানুষ হয়ে,
বেঁচে থাকেন আজীবন।
৭) চেনা এক অজানা গল্প
আমি চিনেছি তোমারে
একটু একটু করে,
সময়ের সাথে সাথে।
আর জেনেছি তোমার,
চেনা এক অজানা গল্প।
সত্যি ভালো লাগে তোমাকে,
তাইতো রেখেছি শুধু অন্তরে।
ভুলবো না জীবনে কখনো
আমি তোমাকে আর
কারণ তুমি আমার কাছে,
অনেক অনেক মূল্যবান।
জানি বুঝবে না তুমি কখনো
তাই তো বলবো না আমি আর,
তোমাকে বোঝানোর বা আমার
আর কী দরকার।
শুধু বলবো আমি একটা কথাই
সাজিয়ে রাখবো শুধু তোমায়,
আমার লিখ গল্প আর কবিতায়।
চেনা এক অজানা গল্প,
হঠাৎ করে চলে আসলো।
আর মনটা জয় করে নিল
ভালোলাগায় আর ভালোবাসায়।
সবটাই আবার হারিয়ে গেল,
তবুও আমি মানিয়ে নিব।
সামনে আবার এগিয়ে যাব,
সব সময় দূর থেকে পাশে থাকবো,
ছায়া হয়ে আজীবন রয়ে যাব,
চেনা এক অজানা গল্প।
৮) ডুবে যাব
পড়ন্ত বিকেলের সূর্যের মতো,
আমিও কিন্তু ডুবে যাব,
আস্তে আস্তে কোনো দিন।
তবে বলবো আগে একটু তোমায়,
যেতে দিবে কি তুমি?
নিজে থেকে আমায়।
না বললেও যাব চলে,
যদি বুঝতে পারি,
আমি আছি তোমার শুধু অবহেলায়।
যদি মনে কর যেতে পারবো না,
আমি তোমায় ছেড়ে।
তবে ভুল বিশ্বাস রেখেছ মনে,
আমি কিন্তু বলে দিচ্ছি তোমায় আগে।
আমি কিন্তু চাই না কখনো,
পাত্র হতে অবহেলায় তোমার ।
যদি বলো ছেড়ে দিব তোমায়,
একবার বলো মুখ ফুটে আমায়।
জোর করে রাখি না আমি,
যদি কেউ না চাই।
সেই যতোই ভালোবাসি তোমায়,
ডুবে যাব যদি বুঝতে পারি,
আছি আমি তোমার অবহেলায়।
৯) বেঁচে থাকবো আর কত দিন
বেঁচে থাকবো আর কত দিন ,
সময়তো যাচ্ছে চলে দিনের পর দিন।
আমি মরে যাব সময় হলে,
সময়ের সাথে সাথে কোন একটা দিন।
রাঙিয়ে দিয়ে যাব নতুন কিছু দিয়ে,
জীবনের আগামী সব আমার দিন।
অভিমানীর অভিমানের পাহাড়টা,
জমিয়ে রেখে দিব প্রতিটা দিন।
বেঁচে থাকবো আর কত দিন,
হাসি মুখে মেনে নিলাম না হয়,
অভিমানীর অবহেলার প্রতিটা দিন।
করবো না আর কোনো অভিযোগ,
দেখবো শুধু আর কী আছে অভিমানীর বাকি,
যা শিখাতে চাই আমায় আজি।
শিখে নিব সবকিছু অভিমানের অভিমানী,
দিন শেষে সরে যাব আস্তে করে আমি।
বেঁচে থাকবো আর কত দিন,
নিজেকে তৈরি করার চেষ্টায় বেঁচে আছি,
থাকবো হয়তো আর কিছু দিন।
তার সাথে রাখবো পাশে আমি অভিমানী,
অভিমানীর অবহেলায় অবহেলিত হয়ে কাটিয়ে দিব,
অভিমানীর সাথে ভালো লাগার কিছু দিন আমি ।
ডায়েরিতে ভরে রেখে যাব নতুন নতুন,
অভিমানীর অভিমানের কিছু স্মৃতি।
পরে থাকবে হয়তো ধুলো বালির,
ময়লা জমবে ওপরে কিছু দিন,
একদিন ঠিক জানবে সবাই সময় হলে,
আমি অভিমানের অভিমানী।
১০) হতো যদি পরিচয়
হতো যদি পরিচয়,
তোমার সাথে আগে।
তোমার মতো তৈরি করতাম,
আমি নিজেকে।
ভাবতে কেমন জানি,
এখনো অবাক লাগে,
এতো দিন তুমি কোথায় ছিলে।
চেনা একই শহরে,
অচেনা মানুষ হয়ে।
যদিও আসলে এখন,
অনেক দেরি করে।
তবে চিন্তা করি না আমি,
কখনো নিজেকে নিয়ে।
কারণ বিশ্বাস রাখি আমি,
সবসময় নিজের মনে।
যদি চাও তবে তুমি,
পাশে থাকবো তোমার সাথে।
অচেনা এক শহরে,
চেনা দুই জন মানুষ হয়ে।
করবো না ক্ষতি কখনো,
জীবনে আমি তোমার।
এই আমার শুধু কথা নই,
এ-ই আমার অঙ্গীকার।
তবে যদি হতো পরিচয়,
আর কিছু দিন আগে,
নিজেকে তৈরি করতাম আমি অন্যভাবে।
১১) হোক না আমার তোমার
হোক না আমার তোমার
একটা পৃথিবী।
একটা বেঁচে থাকার ইচ্ছে,
অনেক ভালোবাসা,
ভালোলাগার এক নতুন অনুভূতি,
যা ফুরানোর নয়।
শীতের সকালের কুয়াশার মতো,
থাকবে সে ঘোর সারাক্ষণ।
শ্রদ্ধা, সম্মান, বিশ্বাস, ভরষা।
সব সময় থাকবে অফুরন্ত।
হোক না আমার তোমার
একটা পৃথিবী।
যে-ই পৃথিবীতে থাকবো আমি তুমি,
চলোনা না হয় চোখে,
চোখ রেখে কাটিয়ে দিব,
তোমার আমার একটা পৃথিবী।
হারিয়ে যায় দু’জন দুইজনের মাঝে,
কোনো এক বৃষ্টি ভেজা দিনে।
তোমার সব আবদার পূরণ করবো, আমি দিনে না হয় রাতে।
হোক না আমার তোমার
একটা পৃথিবী।
কোনো এক বিকেলে না হয়,
তোমার হাত ধরে একটু হাঁটি।
তোমার চোখ দিয়ে ঘুরে আসি,
একটা সুন্দর আমার তোমার পৃথিবী।
চলো সমুদ্রের ধারে গিয়ে একটু বসি,
তোমার কাঁধে মাথা রেখে,
বিশ্বাসের চোখটা বন্ধ করি।
চলো তোমার স্বপ্ন গুলোকে,
আমি সারাজীবনের জন্য আমার করেনি।
হোক না আমার তোমার
একটা পৃথিবী।
১ Comment
অসাধারণ। শুভকামনা