১৫৩ বার পড়া হয়েছে
আমার কলম
রহীম শাহ
আমার সঙ্গে বেরোয় এবং আমার সঙ্গে আসে
মাঝে মাঝে আমার সঙ্গে হাওয়ায় হাওয়ায় ভাসে।
আমার সঙ্গে ঘুমোয় এবং আমার সঙ্গে ওঠে
আমার সঙ্গে বাস রিকশায় এদিক-সেদিক ছোটে।
আমার সঙ্গে ফাইলের উপর হয়ে পড়ে
হাজার কীর্তি করে বেড়ায় লাল দেয়ালের ঘরে।
হাজার শব্দ গেঁথে গেঁথে বাজার বাড়ায় আমার
এমন চুড়োয় দিলো তুলে সাধ্য না যে নামার।
বাজার জুড়ে রাজার খ্যাতি হাজারে এক নাম
এক কলমের জন্যে আমার অনেক অনেক দাম।