আন্ধারের ঋণ
কানিজ ফাতেমা
আমাবইস্যা আন্ধার রাইতে মুলিবাঁশের ঝাপ সরাইয়া
উঁকি মারে নাগর আমার পূর্ণিমার চাঁন্দের লাহান
কইলজাডা চিলকাইয়া উডে পাছ বাড়ি যদি পায় আলাপ
বসাইবো পঞ্চায়েত করো কী নাগর আমার ওগো ধলা চাঁদ
তোমার হইলে কিছু কিবা বা কোন প্রকারে বাধিবো এ পরান?
আহো আহো বহো দেহি ঝাপটা লাগাই
উত্তরে মিয়া ভাই পূবে কেউ নাই
পশ্চিম ধুধু খোলা কলইয়ের ক্ষেত
পৈতাটা খুইল্লা রাখো যদি যায় জাত
চাইয়া চাইয়া দেহো কি আমি রূপবান?
কি আনিছো, চিড়া গুড় না ইরির চাইল?
মুড়ির মোয়া, খই , হাড়ি পাতা দই?
কয় প্রস্থ পাড়ি দেই খাতি কয়ডা ভাত
কিগো চাঁন বোবা হইলা কতা কওনা কেন
বেয়াইনন্না বেলা ত্যালি খাতি হবি বাসি ফ্যান?
তোমাগো জাত ঊঁচা গোলা ভরা ধান
আমারে ছুঁয়িছো জানলে খোয়া যাবে মান
জাত লইয়া যাও চাঁন পড়শি না পায় আলাপ
আমার জন্যি আন্ধারই ভালা তোমার সোনার দিন
প্যডে কয়ডা খাতি দিও চুইকা যাইবো আন্ধারের ঋণ।