অবুঝ প্রেম।
রাজিনা চৌধুরী।
তুমি স্বপ্নে এসেছিলে, স্বপ্নেই হেসেছিলে,স্বপ্নেই বেঁধেছিলে ঘর।
স্বপ্ন ভাঙ্গলে দেখি, তুমি পাশে নেই, হয়ে আছ অনেক পর।
স্বপ্নে খুব কাছে এসে বসেছিলে তুমি, যেমন প্রজাপতি এসে বসে
ফুলের মাঝে।
তোমার আঁখিতে হারাতে মোর আঁখি, যাই কাছে তোমার, সকাল কিংবা সাঁঝে।
তোমার ইচ্ছা অনিচ্ছার কথা ভাবিনি কখনো, শুধু ভেবেছি
কতটা ভালোবেসেছি আমি!
তাই তোমাকে ভালোবাসাটুকু বুঝানোর জন্য, বেড়ে গিয়েছিল
আমার পাগলামি।
শুধুমাত্র আমার ইচ্ছেতে তোমাকে ঠেলে ফেলেছিলাম
প্রেম সাগরের আকণ্ঠ জলে,
তোমার ইচ্ছেতে নয়, আমার পাগলামি সামলাতে মালা পড়িয়েছিলে তুমি আমার গলে।
এখন তুমি কি করবে?
ছেড়ে চলে যাবে কি? আমাকে রেখে অনেক দূরে..
নাকি স্বপ্ন ভেঙ্গে বাস্তবে কাছে এসে, বসবে হাতটি ধরে?
যেমন করে প্রজাপতি এসে
ফুলকে করে আলিঙ্গন,
তেমনি তুমি স্বেচ্ছায় আমায় দিবে কি তোমার মন?
অনিচ্ছায় নয়, তোমার ইচ্ছেতে যদি আস আমার দ্বারে,
তবেই আমি আমার প্রেমে বাঁধব তোমায় বাহুডোরে।