২৯৩ বার পড়া হয়েছে
অতৃপ্ত আবেগ
(ইলিয়াস খান)
সুপ্ত মানসিকতা আজ স্বপ্নের মতো।
হাজারো চেষ্টায় ফিরে পাওয়া দুর্লভ।
প্রভাতের সোনালি আলো হারিয়ে গেছে।
গহীন অন্ধকার নেমে আসছে।
পূর্ণিমার ঝলমল চাঁদটা নেই।
আমাবস্যা হৃদয়ে আবাস গড়েছে।
শাপলা ফুল আর ফোটে না।
তারও হয়েছে অনেক অভিমান।
গন্ধরাজের গন্ধও হারিয়ে গেছে।
তারকা আর ঝিলমিল করে না।
গগনে সন্ধ্যা তারা নেই বলে।
১ Comment
Congratulation