নারীর মর্যাদা
মো. জামিল আহমেদ
নারী তুমি সৃষ্টির সেরা শ্রেষ্ঠ রূপ,
তোমার আছে অগণিত গুণের স্তপ।
ধর্মে বলেছে, তুমি ও সবার শ্রেষ্ঠ,
তোমার সম্মানে জ্বলুক প্রণয়নের কাষ্ট।
তোমার কর্ম তুমিই কর সুনির্ধারণ,
কিন্তু ভুল পথ ধরলে হয় অপমান।
ঘরের বাইরে গিয়ে নিজে যখন গড় জীবন,
কোথায় যেন হারাও নিজ মর্যাদার সিঁড়িয়ন।
লাইক, ফলো, বাহবা, সবইতো মিছা
তোমার সম্মান খুঁজে পাবে কোথায়, নাও হিৎস্যা।
পরকীয়ায় লিপ্ত হয়ে সম্মান হারাও,
বাবা, স্বামীর আদর থেকে দূরে সরে যাও!
তুমি পর্দা রাখলে, থাকবে অম্লান,
তোমার ইজ্জত হবে অপরাজেয় মহান।
তোমার শক্তি তোমার ভেতরেই থাকে,
একে জাগিয়ে তুললেই জীবনে সুখ মাখে।
নারী তুমি হও মহীয়সী জননী,
তোমার সম্মানে ভরে উঠুক ধরণী।
তোমার পথ যেন আলো ছড়ায় ঘরে,
তোমার গৌরব জেগে উঠুক পৃথিবীর তরে।