হে প্রেম।
সুলতানা বেগম।
তোমাকে ভুলতে চেয়ে
ঘুরেছি কত ঘাট-অঘাট,
তোমাকে ভুলতে চেয়ে
বদলে ফেলেছি জীবনের পাঠ।
তবুও যেদিকে তাকাই-
তোমার চেহারাটাই দেয়ালের মতো
দাঁড়িয়ে থাকে,মোড় ঘুরিয়ে যদি যাই
নাম ধরে ডাকে যেন ভুলভুলাইয়া যত!
হে প্রেম,
তোমার ছলনায় পা দেবো না বলে
পালিয়েছি পুরোটা জীবন;
ছাপোষা জীবন আমার তোমাকে ছাড়াও চলে!
তুমি নও তো কারো আপন;
তোমার সর্বহারা স্বভাব জানা আছে আমার,
সবকিছু ভেঙেচুরে দিয়ে
লুকিয়ে পড়বে জীবনেরই অতলান্তে।
পড়ন্ত বেলায় এইসব ভাঙচুর সইবে না আর।
হে প্রেম,
স্বর্গ থেকে এসে তুৃমি স্বর্গে যাও চলে,
বিধাতাকে খবর দিও
আমি ভুলিনি তোমার মিস্টি বোলে!
তুমি আারাধ্য সকলের যদিও
আমাকে? – তোমার আরাধ্য করেই রেখো।