২০১ বার পড়া হয়েছে
সেদিনও খুব বৃষ্টি হবে
নিলুফার জেসমীন রুমা
একদিন সব ছেড়ে আমিও শূন্য হাতে যাবো চলে
স্বপ্নগুলো অধরা হয়ে পড়ে থাকবে আমার
সাজানো সংসারে।
হয়তো সেদিন ও খুব বৃষ্টি হবে
এই শহরে…
পুরোনো কথা বলে বলে কেউ কেউ
খুব আক্ষেপ করবে,
কেউ অগোচরে দু’ফোঁটা জল ঝরাবে
চোখের কোণে!
তারপর,
সব কিছু আবার সেই আগের মতোই…
শুধু আমি থাকবো না এই ভূখণ্ডে।।
১ Comment
nice poetry; congratulations