Share Facebook Twitter LinkedIn Pinterest Email ২৩২ বার পড়া হয়েছেএমনই জীবন সুরাইয়া সুলতানা। ১৯-০৭-২১. কাছে আসা মানুষগুলোই বেশি দেয় হৃদয়ে আঘাত, হতে হয় ভাষাহীন নির্বাক মেনে পরাজয়, ভুলি প্রতিঘাত। জীবনের সাথে জড়িয়ে থাকে চেনা, অচেনা কতোজন, দিন শেষে মুখোমুখি দাঁড়াই দেখি-একলা আমি একজন।