সুদর্শন
তসলিমা হাসান
কান্নারা ভীষণ ছোঁয়াচে সুদর্শন
তারা কখনো সময় অসময় মানে না
নির্জনতার উপেক্ষাকে জয় করে সে
মহাকালের অবিমৃষ্যকারীর মতো হানা দেয়
কখনো হৃদয়খুঁড়ে কখনো বা নয়ন জুড়ে !
তাই তুমি আজ বড্ডো বেশি বেদনার
এখন আর আসো নাকো কৈশোরের বিষ্ময়রূপে
কানামাছি কিংবা কুমির কুমির খেলায়
অথবা যৌবনের দীপ্তমান পৌরুষরূপে
যার তেজস্বী বাক্যবানে বানডাকে হৃদয়ে !
সুদর্শন আজ তুমি চলে গেছো বহুদূরে
ব্রম্মপুত্রের বুকে পালতোলা নৌকোর মতো ,
যেখানে ভালোবাসা ম্লান হয়ে রূপান্তরিত হয়
কখনো মাতৃত্বের হাহাকারে কখনোবা
স্রষ্টাকে পাবার আকাঙ্খায় !!
তবুও মন নামক এক যন্ত্রদানব
মাঝে মাঝে স্টেনগানের গুলির মতো
গুলি ছুড়ে জীবনের গভীরতা মেপে দেখে
তুমি কি শুধুই আমার কাছে বিশাল আকাশে
ভেসে বেড়ানো শুভ্র সফেদ একরাশ মেঘপুচ্ছ ?
___________
তসলিমা হাসান
কানাডা, ২২-০৬-২০২০