শোষকদের কাঁটাতারে
।। মৃত্যুঞ্জয় দাশ শেখর ।।
বন্দি রয়েছি আজও মোরা
শোষকদের কাঁটা তারে বন্দি।
কোথাও দেখত শুনতে পায় না
মালিক-কর্মীর আন্তরিকতার সন্ধি।
বিশ্ব জুড়ে জমে উঠেছে
শোষক শ্রেণির হাট বাজার,
আমরাই তাদের সস্তা দামের
কর্মী প্রতিষ্ঠান ধরে রাখিবার।
আমরাই তাদের বিশ্রামহীন রোবট
করি কাজ আজ্ঞা পেলেই,
চিন্তা করে না শোষকরা
প্রতিষ্ঠান থাকবে শ্রমিক বাঁচলেই।
শুরুতেই মিষ্টি কথা বলে
শোনায় মোদের আশার বাণী,
কয়েকদিন যেতে না যেতে
কাজ করায় কড়ায়গণ্ডায় গুনি।
দিবারাত্রি কাজ করে শ্রমিকেরা
পায় না বেতন ন্যায্য অধিকার,
আজও বিবেকহীন শোষকদের কাছে
শ্রমিকের মূল্য থাকে না আর।
তাঁরাই তো রক্ত চুসা জোঁক
শ্রমিকরা না মরা পর্যন্ত,
কাজ করায়ে রক্ত চুষে
নেই বিশ্রাম কাজে অন্ত।
শোষকদের গর্বে ফুলে উঠে বুক
ব্যবসায় প্রচুর মোনাফা পেলে,
ওরে শোন স্বার্থপর শোষকরা
পেয়েছিস সবই শ্রমিকের ফলে।
১ Comment
Congratulations