১৩৬ বার পড়া হয়েছে
শীত
সৈয়দুল ইসলাম
শীত সকালে ঘুম ভাঙে না
চারদিকে কুয়াশা,
থরথর করে শরীর কাঁপে
কাঁথাই যে ভরসা।
ঘাসের ডগায় তৃণলতায়
শিশির বিন্দু জল,
সূর্যি মামার আলো পড়ে
করে যে ঝলমল।
শীতের চাদর গায়ে দিয়ে
ধান ক্ষেতে যায় চাষা,
সোনার ধানে ভরবে ঘোলা
বুকে বড়ই আশা।
খেজুর গাছে উঠে গাছি
নামায় রসের হাঁড়ি,
খেজুর গুড়ের পিঠা খেতে
নিয়ে আসে বাড়ি।
লাউ শিম মুলা কপি
শীতেরই তরকারি,
কমলা লেবু আপেল আঙ্গুর
দেহের উপকারী।
শীতের পোশাক পড়ে সবার
কাটছে দেখি বেলা,
সর্দি কাশি হতে পারে
কর না কেউ হেলা।