রঙিলা চাদর
জেবুন্নেছা
এই, কি দিবো সখা!
আদর নাকি চাদর?
আদর চাদর দুটো ই দাও,
রঙিলা নায়ের বাদাম তুলে দাও সুখে।
চলে যাবো বহুদূর…
হিজল, তমাল, শালবনের শাখে।
আদর চাদর দুটোই চাও!
বেশ তো,
এতে কত কি হয়, জানো কি তবে?
যদি ঢেকে যায় রঙিলা চাদরে।
তা কি তুমি জানো না?
হুঁ, খুব জানি..
তবে, চলো যাই,
হাওয়ায় উড়ি নীল আকাশে কষ্ট খুঁজি।
অবশ্যই, তবে চল…
আকাশে উড়ে নীল চাদরে কষ্ট খুঁজি।
সুখের পরশ বুলিয়ে দিয়ো আলতো হাতে।
যৌবনে প্রণয়ের আদর সোহাগে।
রঙিলা সুখে ভাসাবো দু’জনে,
এসো তবে বুকে।
এ কালে এসে তুমি ঘুম কেড়ে নাও সুখে।
সে কালে আসোনি কেন তপ্ত প্রহরের বুকে?
কী করে এতোটা নির্ভরতা খুঁজে পেলে!
এতো অল্প সময়ে এতোটা বিশ্বাস কী করে হয়!
এতোটা ভালো কি করে বাসলে বলো ?
ভালোবাসা কি প্রহর গনে হয় বলো? ভালোবাসা হয় দু’টো হৃদয়ে এর আবেশে,
তা কি জানো না সখা?
হুঁ, খুব জানি…তোমার আদর সোহাগে আরো বেশী করে জানা হলো।
খুব অল্প দিন ই তো হলো।
তবু এলে তো এলে, এলোমেলো বুকে স্বপ্ন নীলে।
১ Comment
congratulations