মুক্তি বিলাশ
খান জান্নাতুল ফেরদৌস আলাপী (অপরাজিতা)
খুব বেশি সমস্যা আর জটিলতায় না পড়লে
বোঝা যায় না প্রীয় মানুষের ভয়ঙ্কর রুপ
সুন্দর তরুলতায় শুধু ফুল আর ফল থাকে না
পোকামাকড় ও থাকে-
রাতের গহিন অন্ধকারে শুধু কালো থাকে না
চাঁদের আলোও থাকে-
যেখানে পানি সেখানে মাছ আর সেখানেই বিষধর সাপ
সৃষ্টির লিলা সব-
তবু জীবন থমকে দাঁড়ায় বোঝা যায় না কি করা উচিত
আর কি নয়-
জীবনে আর কোন প্রাপ্তি নেই শুধু ফেরা স্রষ্টার কাছে
এখন আর সময় নেই-
জীবনের সব লেনা-দেনা চুকিয়ে মুক্তি দিলাম তাঁরে
যে বলেছিল আমার হবে-
এখানে কেউ নিজের হয় না সবই মিথ্যে
মায়া আর ছায়া –
তাই আজ মুক্তি নিলাম আর মুক্তি দিলাম তাঁরে
ভাল থাক সকলে, ভাল থাক ভালোবাসাতে।
১ Comment
congratulations