ভাল থেকো প্রিয় পুরুষ
মাহমুদা সুলতানা
১০/১০/২১
——————-
বয়স্ক লোকের রিক্সায় ঠিক ভাল লাগে না। একটা অপরাধ বোধ কাজ করে।
কাল একটা রিক্সা পেলাম কিশোর একটা ছেলে।
একটা শার্ট আর জিন্স পরা পাটা একটু উঁচু নিচু করে গোটানো
প্যাডেলটা ঠিক নাগাল পাচ্ছে না।
একবার ডানদিক একবার বামদিকে হেলে পরছে।
একটা কথা সরলো না আমার, কষ্ট হল খুব। ওর স্কুলে যাওয়ার কথা।
তাহলে যে ওর পরিবার খেতে পাবে না।
সুস্থতার সাথে বেঁচে থাকুক আমার ঐ ভাইটি।
ছোট্ট খুপরি দোকানে বসে চা পান সিগারেট বিক্রি করে বৃদ্ধ বাবা।
তার একটা সংসার আছে চালাতে হবে তো।
বেঁচে থাকুক আমার প্রিয় পুরুষ টি।
এক বৃদ্ধ বাবা জনে জনে হাত পাতছে।
তার মেয়ের বিয়ে কিছু একটু তো করতে হবে।
বেঁচে থাকুক আমার প্রিয় ঐ পুরুষটি।
বাসা বদল হবে ভারি ভারি আসবাব পত্র গুলো পিঠে করে সিড়ি দিয়ে নামছে
প্রতিটা কোষ থেকে ঘাম ঝরে ঝরে
পরছে।
তার পরিবারের সবাইকে ভাল রাখার যুদ্ধ এটা।
ভাল থাকুক আমার প্রিয় পুরুষ গুলো।
১ Comment
congratulations.