প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সমন্বয়ক মাহফুজ আলম:
পরিচিতি:
মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এই ছেলেটির বাড়ি লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে। নাম মাফুজ আলম ওরফে মাহফুজ আব্দুল্লাহ। জেনারেশন-জেড এর একজন তাত্ত্বিক নেতা। আইন বিভাগের ছাত্র হলেও বিশ্ব রাজনীতি , সমাজ , রাষ্ট্রগঠন ও মনোজগৎ নিয়ে তাঁর প্রচুর পড়াশোনা। এই কমবয়সী ছেলেটিই ছিলেন প্রধান সমন্বয়কদের আধ্যাত্বিক নেতা এবং সকল সমন্বয়কদের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক।
দুই হাজার চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনের মাস্টার মাইন্ড এই ছেলেটিকে সাবেক সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তন্ন তন্ন করে খুঁজেছে __ তাঁর নাম বদল ও রূপ বদলের পারদর্শিতার কাছে পরাজিত হয় সংস্থাগুলো। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলী গঠিত হয় সেখানে দুইজন সমন্বয়কও উপদেষ্টা হয় কিন্তু মাহফুজ আলম ফ্রন্টলাইনে আসতে চায়নি, সে অন্তরালেই থাকতে চেয়েছিল। কারণ মাস্টারমাইন্ডরা সব সময় অন্তরালেই থাকে। এই বিপ্লব নিয়ে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের আগ্রহ ও অনুসন্ধানে বেরিয়ে আসে মাহফুজ আলমের নাম। ড. ইউনুস এই নতুন সম্ভাবনাকে তাঁর সহকারী হিসাবে নিয়োগ দেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সমন্বয়ক মাহফুজ আলম:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন মো. মাহফুজ আলম।বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতির কার্যালয়ের উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে মাননীয় প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে সরকারের সচিব পদমর্যাদার প্রেযোজ্য বেতন ও আনুষঙ্গিক সুবধিাসহ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে মো. মাহফুজ আলমকে চুক্তিভিক্তিক নিয়োগ প্রধান করা হলো।’
প্রসঙ্গত, মাহফুজ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের ছাত্র।
মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এই নতুন চে গুয়েভারা’র প্রতি রইলো শুভ কামনা।