খুঁজে ফেরো
খুঁজে নাও আমার যে
আছে সেই মন,
যে মন তুমি খুঁজে ফেরো
যুগ থেকে যুগান্তর।
শুরু থেকে শেষান্তে কাল থেকে
কালান্তর বল না পেয়েছো কী
সেই মনের সন্ধান!
যা তুমি চেয়েছিলে মনের
গহীনের রাখবে বলে?
দেখ না একটু চেষ্টা করে,
ঐ মরুভুমির গভীরে
পড়ে আছে যে সেই
আমার মনটা।
বড়ই একা একান্তরে
শূণ্যতার বিষাদে ভরে আছে
এক কঠিন ভারী পাথরের তলে।
আর যে পারছে না ভারী
পাথরের ভার সইতে,
তুমি আসো না একটু সময়
করে সেই মরুপ্রান্তরে।
আমি তোমার পদধ্বনি শুনতে পাবো
আর তুমি পাবে আমার
সেই মনের সুঘ্রাণ!
এসো না তোমার শত ব্যস্ততা
থেকে একটু সময় আমায়
ঋণ দিয়ে,
আমি শোধ করে দিব আমার
এ মনের ছোঁয়ায় তোমার
সব ক্লান্তি।
পাবে যে মহাশান্তি
যা খুঁজে ফিরেছো কাল
থেকে কালান্তর ॥
অসীমের মাঝে
বৃত্তের বাইরের অদৃশ্য ও
অজানা যে পথ,
তবে অনুভব আর অনুভূতির
মাঝে সুসজ্জিত ভিড়ানো সেই রথ।
সে রথে চড়ার তীব্র আকাঙ্খা নিয়ে
অবশিষ্ট সময়টা বইয়ে নিয়ে যাওয়া
মেঘের হাওয়ায় চলা সেই রথের পানে
স্থির থাকার শক্তি,
ভিতরে বহন করার আশা পূরণের
বাসনার প্রকাশ যে মহা
পরাক্রমশালীর ভক্তিতে।
সীমাবদ্ধতায় আবদ্ধ
সত্তার মাঝে অসীমের আগমন
পাওয়ায় হোক পরিপূর্ণ আর
অসীমের মাঝে লীন হয়ে যাওয়া॥
ফানুস
সেদিন থেকেই আমার আমিটা নিজেকে খুঁজে ভালোবাসতে শুরু করা
শিখে গেছে,
তুমি নামের তুমিটা ছিলে শুধু পটে
আঁকা ছবির মতন মানুষ
নামের ফানুস যেদিন
জানতে পেরেছি ।
সেই ফানুস টাকে যতদিন মানুষ ভেবেছি ততদিনই ছিলাম আমি এক
ভুলের মাঝে,
যখনই জেনেছি বুঝেছি আর নয়
এ ভাবনায় থাকা তখন
থেকেই কাটছে পরম
পাওয়ায় শুভ্র কাঠ
গোলাপের সাজে॥
আর কৃতজ্ঞতা জানাই সেই ফানুস নামের তুমিটাকে !!!
Moriam Islam
Ohio, USA.
২ Comments
congratulatons
Thanks ?