মনের সদাই
রাশিদা আউয়াল
মনটা যদি পণ্য হতো টাকায় কেনা যেত
উচ্চ মূল্যে করত খরিদ ধনি আছে যত।
সাদা কালো থাকত না করতো না রঙের ভেদাভেদ
সাজ-গোজ লাগত না থাকত না কারো মনে ক্ষেদ।
মনটা যখন ছুঁটে যেত দেশ হতে দেশান্তরে
খুঁজতো নাকো নিজের ঘর আসত নাকো ফিরে।
মনটা যদি সদাই হতো করত ফেরি ভবে
থাকত না কারো দু:খ-কষ্ট সুখে থাকত সবে।
আসল নকল খুঁজত সবাই করত দাম-দর
চড়া দামে কেনা হতো করত নাতো পর।
মনটা হলো নিজের সম্পদ বিক্রি হয় নাতো
সরল মনে কাঁটার আঘাত করে ক্ষত-বিক্ষত।
মনটা যদি আয়না হতো সবই দেখতে পেতো।
সত্য মিথ্যা যাচাই করে ন্যায়ের পথে চলতো।
মনটা যদি সমুদ্র হতো বহে যেত কত দূর
জোয়ার ভাটায় ভেসে যেত কলঙ্কের ঐ সুর।
মনটা যদি পাখি হত উড়ত নীল আকাশে
দুঃখ কষ্ট মিশে যেত শ্রাবণের ঐ বাতাসে।
মনের দামে মন মিলে না জগত এই সংসারে
বিনামূল্যে বিকায় মন কেহ বোঝে না তারে।
_______________________________________________
টরন্টো, কানাডা।