মনচোর
রৌনকা আফরুজ সরকার
চোর খুঁজতে গিয়েছিলাম চাঁদে
চাঁদ আমায় দেখে
হেসে হেসে কাঁদে।
স্বপ্নে উড়াই স্বপ্নের ছাই
সেখানেও আমার মনচোর নাই।
জানিনা কখন চুরি হয়ে গেছে মন,
দেখেনি গগন, দেখিনি পবন।
খুঁজি সকাল দুপুর
সময়ের অনুতে রাতভোর
কোথাও নাই মনচোর।
চোর নেই ঘরের চালে
নেই গাছের ডালে,
চোর নেই নাওয়ের পালে
নেই নৃত্যের তালে।
চোর খুঁজি ফাগুনের ফুলে
ভ্রমরের রঙিন চুলে,
সবাই বলে আসেনিতো
এ পথে পথ ভুলে।
আকাশের মেঘ
জানে না চোরের গতিবেগ
চোর দেখেনি সূর্য
গেছে বলে রৌদ্র।
জলপরী বেয়ে তরী
চোর খুঁজতে চলল
মহাসাগরেও চোর নেই
এইমাত্র খবর দিল।
আমি ক্লান্ত
আমি পরিশ্রান্ত
চোর নেই কোনখানে
খুঁজে দেখিছি সবখানে।
নিরুপায় হয়ে আমি করেছি
আমার হৃদয় খনন
চোর দেখি আমার প্রাণেই
করেছে আত্মগোপন।