ভাল্লাগে না
রহিমা আক্তার রীমা
চারিদিকে হৃদয় পোড়া গন্ধ!
তাম্র হৃদয়-সীসা হৃদয় কিংবা প্লাস্টিক হৃদয়
কোন নির্দিষ্ট গন্ধ তো ভেসে আসে না
বা পোড়া গন্ধের কোন আলাদা রূপ বা আকার নেই
শুধু অনুভব করা যায়।
কষ্টের অনুভূতির তীব্রতায় জ্বলছে চারিদিক
কি অসহনীয় সে গন্ধ!
কেউ প্রেম নিয়ে খেলা করে
কেউ খেলতে-খেলতে প্রেমে পড়ে,
পরিচয়-পরিণয় শেষে পরিস্থিতির মোকাবিলা
না ভেবেই অন্ধ আবেগে শুরু হয় প্রণয়।
সীসা-প্লাস্টিক কিংবা তামা পোড়ার গন্ধ আছে
হৃদয় পোড়ারমুখীর গন্ধ চেহারায় ভেসে ওঠে
চোখ-ঠোঁটে মলিনতা স্পষ্ট হয়ে যায়,
কেউ বলে রোগে, কেউ বলে শোকে চেহারায় ভগ্নদশা।
দোসরের পাল্লায় জীবনলব্ধ অভিজ্ঞতা
দামাচাপা দেয়ার নেই কোন অবকাশ
কলঙ্কের বোঝা নিয়ে পুড়তে হয় সহসাই
ভালো লাগা থেকে ভালোবাসা তবে কেন এত তুচ্ছ?
দাউদাউ করে জ্বলে পুড়ে ছারখার করে স্বপ্ন
এ পোড়ার শেষ কোথায়?
মৃত্যুর পরে?
নাকি জীবিত থেকে আজীবন?
মুখে অরুচি চোখে অনিদ্রা পিত্তশূলকে করে
সমাজ ছেড়ে হয়ে উঠা অসামাজিক ব্যক্তিত্ত্বের
খিটখিটে মেজাজের ছটফটে মন হতাশার সুর
মুখে একটাই শব্দ শুধু ভাল্লাগে না কিছুই-
ভাল্লাগে না!
১ Comment
খুবই সুন্দর একটি আধুনিক ছন্দ,ভালোলাগতেই হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ