ভরা ঝর্নার জল
জেবুন্নেছা সুইটি
সোনাঝরা এক বিকেলে’র রোদ্দুরে… হলুদ রাঙ্গা বাগান বিলাসের ঝোঁপে,
সবুজ শ্যামল বাগানের কোন ঘেঁষে,
চায়ের কাপে ঠোঁট রাখতে গিয়ে,
বিলীন হয়ে ছিলাম তোমার রহস্যে ভরা মিষ্টি হাসির ওই চোখের মায়া বনে।
হৃদয়ের যত জমানো কথা উজাড় করে তামাশার ছলে
বলেছিলাম-
যাদুকর,
একটা নির্ঘুম প্রহর কাটাতে চাই তোমার সঙ্গে।
অগোছালো জীবনের না পাওয়া জমানো দুঃখ-কষ্ট
ভালোবাসা তোমাকে ভাগ দিতে চাই।
তোমার ঐ নেশাতুর চোখ দুটোর চাহনি, মিষ্টি ঠোঁটে বিলীন হতে চাই।
প্রতিটা লোমকুপে তোমার আদর সোহাগ পেতে চাই।
আমার জীবনের না পাওয়ার হিসেব মিলাবো আজ।
দেবেতো সেই কাঙ্খিত স্বর্গ?
চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে তুমি গভীর আগ্রহে
সন্ধ্যার গোধূলি রাঙ্গা আবছা আকাশের দিকে তাকিয়ে বললে,
আমার-
তোমার এই আর্ত বাসনা শেষমেষ বেদনার কারণ যেন না হয়।
তুমি জানো আমি তোমার জন্য তাজমহল গড়তে রাজি।
তোমাকে আলতো করে বুকে জড়িয়ে এক আকাশ সমান
বাসোনা পূর্ণ করার সাধ্য কি আছে আমার?
আমি চোখ বুজে বললাম, তোমার শরীরের টুপটাপ ঘামের ফোঁটায় ফোঁটায় ঘ্রাণ নিতে চাই।
তোমার জন্য সহস্ত্র-কোটি বছর অপেক্ষায় এই জীবন
পার করতে চাই।
তুমি বললে,
মায়াবতী,
আমার বুকে সহস্র আগুন অনুভূতি নিয়ে তোমার প্রেমে জ্বলে পুড়ে খাঁটি সোনা হতে চাই।
মরুভূমিতে উত্তপ্ত বালুকায়
জন্ম নেওয়া জীবন্ত ফুলের পরাগায়নে মধুময় বেহেশতী ফল হবে তুমি আমার।
যাদুকর,
তোমার ঐ নেশাতুর চোখে কি মায়াবী কান্নার জল দেখতে পেলাম!
আমাকে সেই জলে বিলিন হতে দাও।
বাহারি গোলাপের সুগন্ধি ছড়ানো মায়ার শহরে ফুটে থাকতে দাও।
তুমি বললে,
মায়াবতী,,
রাত শেষে সূর্যের মিষ্টি হলুদ উত্তাপে তোমার বুকে ছড়িয়ে দিলাম
অগণিত বকুল ফুল ছড়ানো বিছানা চাদর।
তোমার ঠোঁটে এঁকে দিলাম
শিশির বিন্দুর গোলাপজল।
কপালে দিলাম সূর্যমুখী টিপ।
মমতায় চুলে বিলি কাটতে কাটতে ভোরের পাখিদের কলরবে চিৎকার… করে বললাম।
আমাকে নিঃশেষ হতে দাও- তোমার ভালোবাসার মায়াবী
বাহুডোর স্বর্গীয় ঘরে।
যাদুকর,
তুমি আর আমি সেই ঘরে মাতাল কর্মকার।
সাত জনমের পিপাসা মিটাব
আজ।
তুমি হবে আমার মহাকালের
প্রেম।
আমি হবো তোমার বনলতা সেন।
২ Comments
congratulation
Khubi sundor mamuni ???