বেদনা কবিতার কথকতা
[সুরমা খন্দকার]
বেদনার ভিটেয় বাস করে
কেমন করে কবিতার সাথে বসবাস হয়ে যায়।
বেদনা কবিতার কথকতা,
বেদনাকে যত্ন আত্তি দিয়ে বুকে যে পুষে রেখেছি,
সেও তো
কবিতা জ্ঞাত হয়।
আমার আনাড়ি উচ্ছ্বাস,
প্রেম ভালবাসা কামনার উর্ধ্বে
বেদনা যে শবদেহের মতো,
কঙ্কালসার স্পন্দনে বেদনা আর আমার ঘর।
কবিতার এটুকু সাদা কাগজ তার কতটুকু রাখে খবর?
অক্টোপাসের মতো বেদনা আর আমি আঁকড়ে থাকি।
নীলাভ শিরায় ব্যথাতুর আকুতি
জ্বালিয়ে রাতভর আমরা এক ফোটা জীবন দেখি।
কবিতা মেঘ ছুঁয়ে ছুঁয়ে আমায় আদ্র করে,
অগোচরে আমায় নিয়ে যায় সাদা কাগজের ভিড়ে।
আমার আর বেদনার প্রেম চলে দখি না
বাতাসে রুদ্ধদ্বার দুয়ার খুলে।
কবিতা পড়ে থাকে অবসন্ন দেহে,
তাকিয়ে থাকে অপার আকাশে।।