অপ্রকাশিত আখ্যান
Talima Hasan
বহুকাল ধরে বয়ে চলছি আমি
তোমার দেওয়া উপেক্ষা,মিথ্যে প্রতিশ্রুতি,আর ছলনা।
তবু পারলাম না
প্রতিশোধ নিতে।
পারলাম না পৃথিবীর কাউকে
তোমাকে দেওয়া বুকের ভেতর জায়গাটায়,
অন্য কাউকে বসিয়ে দিতে।
তোমার দেওয়া কষ্টগুলোকেই
মূল্য দিলাম আজীবন,
তবুও পারলাম না
সেই কষ্ট ভাগ করে নিতে
অন্য কারো বুকে শুয়ে।
তোমার তুচ্ছতাচ্ছিল্য সহ্য করলাম প্রতিনিয়ত,
তবু পারলাম না
অন্য কারো হাত ধরে চলে যেতে।
কত রাত নির্ঘুম কাটিয়ে দিলাম,
তবু পারলাম না তোমাকে ভুলে
অন্য কারো চিন্তায় মগ্ন হতে।
জীবনের সব সুখ, আনন্দ
বিনা দ্বিধায় বিসর্জন দিয়েও
পারলাম না তোমার কাছ থেকে পাওয়া
কষ্টগুলোকে কারো কাছে প্রকাশ করতে।
বয়ে চলেছি সব অপ্রকাশিত আখ্যান
বুকে করে।
২৩৩ বার পড়া হয়েছে