১৩২ বার পড়া হয়েছে
প্রিয় তুমি
জেবুন্নেছা জেবু
যতো যাই বলি
তুমি ছাড়া কিছু চলে না
আলোকিত তোমার সত্তা
যার উষ্ণতায় ভরে উঠে
জগতের সকল সজীবতা।
তুমি কি জানো না?
তোমার ডুবে যাওয়ায়
সমগ্র আলো আধাঁরে হারায়,
আর শব্দরা ভাষা পায় না
মনে জাগে হতাশা!
প্রিয় তুমি বিনা
চলে না দিন
কাঠে না প্রহর
তোমার আলোয় উজ্জ্বল করো
তোমারই ভুবন ঘর।
তুমি বললে,
সূর্য কখনো কারো হয় না
সেতো সকলের জানা
তুমি আমাদের ভরসার ভাবনা
তুমিই সকল প্রেরণা,
তোমাকেই ভালোবাসি
তোমার উদয়ে প্রাণভরে হাসি।।