প্রকৃতি মানুষকে সঠিক মূল্য দেয়
ফরিদা বেগম
০২.১০.২০২২
গাছকে যখন একটু খানি পানি দিয়,
একমাত্র প্রকৃতিই সামান্য একটু সেবায়–
মনের মাঝে যোগ্য ভালোবাসার বন্ধনে সৌন্দর্য,
সুবাস চারিদিকে নিস্বার্থ ভাবে বিলিয়ে যায়।
তাই ফুলকে ভালোবেসে ফেলে দিও না,
যোগ্য ও প্রকৃত ভালো মানুষদের চিনতে ভুল করো না।
ফুল রোদ ছাড়া ফুঁটতে পারে না,
তেমনি মানুষও কোন এক সময় প্রকৃত
ভালোবাসা ছাড়া চলতে পারে না।
কিছু মানুষ এতোই স্বার্থপর যে—
তাদের সঙ থেকে রক্ষা পাবার জন্য
ফুল ও প্রকৃতি হলো ভালোবাসার মাধ্যম,
নাহলে এই সঙদোষে আস্তে আস্তে নিজের
অজান্তেই হয়ে যাবো অধম,
প্রকৃত ও ফুলই হলো জীবনের আশা ও উত্তম।
তই ফুলকে বলি তোকে যখন যত্ন করি,
তুই তখন দিস ভালোবাসার গাঁথা মালা,
আমি শুকনো ফুলের–
তোর যতনের মূল্যে, গন্ধে মাতন হারার কারনে,
আমার হয় নিশিত ভাঙা ভোর।
২ Comments
অসাধারণ লেখনী
very good poetry; congratulations