পৃথিবীকে রক্ষা করার জন্য
ফরিদা বেগম
আজ পৃথিবী বিধ্বস্ত ,
কিছু স্বার্থপর মানুষের
কার্যকলাপের জন্য, আজ পৃথিবী
ধীরে ধীরে হয়ে যাচ্ছে অসুস্থ।
আজ পৃথিবীর প্রতিটি রং
হারিয়ে ফেলছে কোন এক অচলাবস্থায়,
আজ নেই আমাদের সেই নীল দরিয়া,
নেই সেই সবুজে সবুজে সবুজায়ন,
আজ পৃথিবী বিরহে নত,
পাহাড় ঘেরা পর্বত কেটে ফেলছে শতশত।
এসো এসো তারুন্য–
তোমরাই পারবে গড়তে সুবুজ নিলীমায়।
এসো এসো বন্ধু–
তোমরাই পারবে আবার পৃথিবীকে
আগের মতো ফিরে আনতে,
তোমরাই পারবে সবুজ মাখাবে,
হাতে পায়ে গায়ে–
তোমরাই ভালোবাসা দিয়ে
পারবে সবুজ নতুন কাঁচা,
তোমরাই ঝাপ দিতে পারবে,
কোনো শায়রানা পাহাড়ের বাঁয়ে,
পৃথিবী বাঁচলে–
আমাদের সাতাত্তরটা জনম বাঁচবে।
তখন আবার প্রকৃতির মাঝে ফুল ফোঁটবে,
প্রকৃতির প্রতিটি ডালে ডালে।