পুরুষ দিবস বনাম হে বদনাম সমকাম।
(২০ নভেম্বর ‘বিশ্ব পুরুষ দিবসে’ নিবেদিত পদাবলি)
সালেম সুলেরী।
রেললাইনে দুটিই গতিপথ, সংসার এক
নারী আর পুরুষেরা সমযাত্রী, একটি ভ্রমণব্যাগ।
পুরুষ দিবস মানে পুরুষ ঠকানো দিন,
কারণ সে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর।
বর বা পুরুষ’অলা চারটি মাসের সমাহার,
টগবগে একশ কুড়িটি দিন রেখে
গরিবের পুরুষ দিবসে কে আজ মানবে হার!
পুরুষ মানেই এক দেহে দুই’শ ছয়টি হাড়,
যার থেকে নারীর নির্মাণ, সতীর্থ দাম্পত্য সংসার।
ডাক দিয়ে যায় ‘ভাইফোঁটা’ লগ্ন,
‘বোনফোঁটা’ অনিবার্য তবে মর্যাদা পেলো না
বিশেষ দিবস হয়ে, হলে হোক–
পৃথিবীর কতো রোগ, হাবিজাবি দিবসেরও উদ্ভাবক।
পুরুষে পুরুষে বিয়ে, ‘গে-ডে’, কতো অন্ধকার!
সমকাম বাড়ায় বিবাদ– শুদ্ধতার বন্ধ দ্বার!
‘বাবাদিবস’ থাকতে ফের পুরুষ দিবস হাঁকে,
কারণ পুরুষমাত্র বাবা নয়,
যাপিত জীবনে ক’জন বিবাহচিত্র আঁকে?
প্রণয়প্রসন্ন ভাগ্য ক’জনেরই বা কতোটা থাকে!
পুরুষ– নারীর পিতা,
পুরুষ– নারীর সহোদর,
পুরুষ নারীর প্রিয় বর
নারীরা সাঁতার হলে পুরুষেরা সরোবর, পুলকপ্রবর।
পুরুষ দিবস মানে প্রথম কাহিনী
জন্মদায়িনী ঋদ্ধজননী মায়ের খবর।
নারী না থাকলে কিসের পুরুষদিন, জীবন্ত কবর!
♦অক্ষরবৃত্ত √ নিউইয়র্ক, সংশোধিত > নভেম্বর ২০২১
# salemsuleri.ss@gmail.com