২০৫ বার পড়া হয়েছে
পাওনি তুমি একশোই একশো
বেবী মন্ডল (মহারানী)
মানুষ আমি সব মানুষের মানবধর্ম এটাই পরিচয়,
সব সম্প্রদায় একক ভাবি কোন বিশেষ একটি নয়।
নাই বা পেলে একশোই একশো …
পাওনি তুমি একশোই একশো, তাতে কি যায় আসে
একটু না হয় কম পেয়েছো তাতে ক্ষতির কি আছে
একশোই একশো মানে সব কিছুতেই রাজা,
এমন ভাবার কারন কি?
কারণ, তার ভিতরেও লুকিয়ে থাকে অনেক অজানা
এ পৃথিবীতে সব তাতেই একশোই একশো পেতেই হবে
তার কি মানে আছে?
সন্তুষ্টি আর আনন্দই যে জীবনের চাবিকাঠি।
এ দুটি যার নেই সে তো অস্থিরতার সুনামিতে ভাসতে থাকে …
আর তার সাথে হারাতে থাকে,
জীবনকে উপভোগ করার অনাবিল আনন্দ