২০২ বার পড়া হয়েছে
না বলা কথা
মোসা: উম্মে জহুরা
তারিখ : ১৯/০৯/২০২২
তুমি আমাকে দেখেছো
বাহিরটা, ভেতরটা নয়।
তুমি কি জানো প্রিয়
আমার হৃদয়ের না বলা কথা।
জানো না, তুমি কিছুই জানতে চাও না!
শুধু না-বলা কথাগুলো
রয়ে যায় অন্তরের গহীনে।
বলতে চাই, কিন্তু থেমে যাই…
কেন জানো…?
যে কথা আবার তোমাকে পুনরায় করতে চাই না
ওপাশ ফিরে নীরবে চোখের জল মুছে দিলাম।
তুমি তা ঘুনাক্ষরেও বুঝতে পারোনি।
তোমায় তা বুঝতেও দিইনি।
এই ভেবে “আমার না বলা কথা”
তুমি শুনতে চাইবে বলে?
২ Comments
very good poetry; congratulations
Reallay very gd writing