নাজিম হেলাল
প্রাণ সঁপেছি তারে
গোলাপ জানে না তার
গাঁয়ে কত কাঁটা
প্রেমিক জানে কি তার
মনে কত জ্বালা
সবাই তো জানতে চায়
ভালোবাসার কালার
জানে তো সেজন হায়
হৃদয় পুড়েছে যাহার!!
প্রেম পাখি উড়ে যায়
শূন্যে নিয়ে চিঠি
তাপ মগ্ন হলে প্রেম
অনলে যায় পুড়ি
বুঝি না প্রেমের ভাষা
অনাড়ী ধরণ
মনির খোঁজে মিলে কি
সর্পের দংশন!!
প্রেমে সুখ নাহি মিলে
বিরহতে দহন
মেঘে কান্না জমে থাকে
বুকেতে রোদন
পাহাড় কেঁদে চৌচির হয়
ঝর্ণা হয়ে নামে
তার বুকেতে অশ্রু মোর
বৃষ্টি হয়ে ঝরে!!
অন্ধ আমি তার প্রেমেতে
দেখেও দেখি না
তার ছোঁয়াতে ফাগুন আসে
ফুটে পুষ্প বিছানা
এই পৃথিবীর মুক্ত খেয়ায়
সঙ্গী করলাম যারে
বাঁচি মরি হোক না প্রলয়
প্রাণ সঁপেছি তারে!
___________
শান্তিবাগ। ঢাকা।