নদীর মত কেউ
নীলাঞ্জন বিদ্যুৎ
এভাবে ডেকে যাই নদীকে প্রতিদিন
কোথাও নদী নেই বালির প্রহরায়
দারুণ দাবদাহে পৃথিবী সঙ্গীন
এখানে হাঁসফাঁস গাছেরা কী মলিন;
যদিও ফোটে গাছে ফুলেরা ঘ্রানহীন
উধাও মেঘদল পাখিরা অসহায়,
মরাল গ্রীবা তার; সে তুমি উড্ডীন
দেখেছ ভয়ানক মানুষ তড়পায়।
জেনেছি কতদিন,মাটির কত আগে
হয়েছে এ হৃদয় ভীষণ মরুময়
খোলস ফেলে রেখে অনেকে আগে-ভাগে
পালিয়ে অবেলায় দারুণ অনুরাগে!
আনে কী পরাজয়, গলিত চাঁদ জাগে;
নদীর মত কেউ স্নিগ্ধ অতিশয়
রাঙাক দেহমন রাঙাবে এই ফাগে
তুমি তো নদী নও যে আনে বরাভয়।
নদীর বুকে ছিল হাওয়ার জয়গান
জলের সৌরভে ভরেছে এ হৃদয়
খুঁজেছি সেই আমি নদীর সন্তান
তোমার বুক জুড়ে অমন সুঘ্রাণ ;
হবে না সেই নদী হৃদয়ে বহমান?
মাছের ব্যালে নাচে নাচুক জলাশয়
চোখের মত জোড়া চপল সাম্পান
ডাকুক ইশারায় ভয়কে করে জয়।
নদীর মহামারী যদিও ধেয়ে আসে
ভাসাব দেহমন জলের যৌবনে
আমাকে ডেকে নাও সজল আশ্বাসে
স্রোতের দীপাবলি কেন যে নিভে আসে!
আঁধার গাঢ় হয় এখানে চারপাশে
ক্রমশ ক্ষয়ে যাও জরার ঘর্ষণে
সবুজে বাঁচি চলো দুজনে উচ্ছ্বাসে
প্রেম কি নত হয় জরার সে শাসনে!
২ Comments
অনবদ্য সৃজন
বেশ ভালো লাগলো লেখাটি