০১) ভারত ভাগ্যবিধাতা
“ভারত আবার জগৎসভায় শ্রেষ্ট আসন লবে”
এই কথাটা সত্যি হলো শেষে
ভারত যখন পা রাখলো
দূরে…চাঁদের দেশে…..
বিশ্ব জুড়ে বাড়লো যে তার মান
আজ ঘরে ঘরে গাইছে মানুষ
দেশের জয়গান…..
আমার ভারত মহান ছিলই ভাই
আজকে সেটা প্রমান করে
তাই জয়গান গাই….
যাকে ঘিরে তিন সাগরের ঢেউ
সেই দেশেরই মাটিতে আজ
সোনা ফলায় কেউ….
হিমালয়ের উচ্চতাকে দেখে
সাইবেরিয়ার শীতল বাতাস
যাচ্ছে বরফ রেখে….
মরুভূমির বালিয়ারি স্তূপ
কতো যে তার মহিমা আর
কতো যে তার রূপ….
এই হলো সেই ভারতবর্ষ দেশ
নানা ভাষা, নানা জাতি
ভিন্নরকম বেশ….
তবু তারা এক হয়ে গায় গান
বিশ্ব জুড়ে বৃদ্ধি পেল
এই ভারতের মান…
আরো যখন খুলবে মানের খাতা
সারা জগৎ গাইবে তখন
জয় হে, জয় হে, জয় হে
জয় জয় জয় জয় হে
ভারত ভাগ্যবিধাতা…
০২) দৃঢ়তা…
পাথর বিছানো জীবনের পথে
হবেই আমাকে চলতে….
ভয় নেই তবু সত্যি কথাটা
সাহসের সাথে বলতে….
মাথার উপর আছে যে আকাশ
দৃঢ় ভাবে পথ চলবো
পদতলে আছে শক্ত বসুধা
সোজাসুজি কথা বলবো….
পাশে কভু কেউ নাই থাকে যদি
একাই পারবো হাঁটতে….
পারব না তবু কিছুতেই কারো
পায়ের তলানি চাটতে….
পর কে ঠকালে নিজেও ঠকবে
করো কাজ, ভাবো আগে….
জীবনের শেষে পাবেই হিসাব
লেখা আছে যার ভাগে….
একটা কথা ভুল না কখনো
এক মাঘে শীত যাবে না
অন্যকে বোকা বানিয়ে তুমি যে
জীবনে কিছুই পাবে না….
কঠিন এই পথে সফলতা পেতে
হবে আমাকেই খাটতে
পারবোনা তবু কিছুতেই কারো
পায়ের তলানি চাটতে….
ভীরু নই আমি, নই অসহায়
কাঁধে নিতে পারি ভার
আছে দৃঢ় মন, আছে ভালোবাসা
আছে যে অহংকার….
প্রভাত রবির উত্তাপ নিয়ে
দিন করি আমি শুরু
চন্দ্র আমার পিছু পিছু চলে
সূর্য আমার গুরু….
মেরুদন্ডকে সোজা রেখে আমি
পারি শত্রুকে কাটতে
পারব না আমি কিছুতেই কারো
পায়ের তলানি চাটতে….