ঝরা পাতা
নিল অপরাজিতা বিউটি
——————
আমি বসন্তের ঝরা পাতা
ক্ষয়ে যাওয়া জীবনের
এক করুন ইতিহাস।
আমার ও প্রাণ ছিল একদিন,
সারা দেহে ছিল সবুজের সমারোহ।
যৌবন ছড়াতো রঙের মেলা
আকাশের নীলের মাঝে,
চাঁদের চারিপাশে।
কখনো খুঁজতাম প্রিয়জনের হাসি,
চৈত্রের নিশীথে জ্বালিয়ে
মাটির পিদিম।
কিন্তু,
আজ আমার জীবনের ডায়েরির
পাতা খুলে দেখেছি —–
সেখানে আছে শুধু একরাশ
নিরাশা, হতাশা আর অবহেলা।
শীতের ঘন কুয়াশার মতো
আঁধার করে রেখেছে
আমার চলার পথ।
আমার ও তো আশা ছিলো
স্বপ্ন ছিলো, ছিলো ভালোবাসা,
কিন্তু হঠাৎ এক বসন্ত বাতাসে
আমি হয়ে গেলাম ” ঝরা পাতা” ।
সোনার দুপুর বেলা – দেখা স্বপ্ন গুলো
কোথায় যেন হারিয়ে গেলো।
হেথায় খুঁজি, হোথায় খুঁজি
পাই না কোথাও তারে
তবে কি সে উড়াল দিলো
নীল আকাশের সাঁঝে?
তাই তো কখনো পথহারা
পথিকের মতো পথ খুঁজে বেড়াই
মরীচিকার ভেতর,
কখনো বা তৃষ্ণার্থ চাতকের মতো
অধীর আগ্রহে ছুটে বেড়াই
তপ্ত সাহারার বুকে।।
কিন্তু হায় —
যতোই এগিয়ে যাই
ধায়, সে সম্মুখে ।।।
___________________
নিল অপরাজিতা বিউটি
১৪/০১/২০২৩ ইং
১৮৬ বার পড়া হয়েছে