১৪৬ বার পড়া হয়েছে
খোলাচিঠিতে ঈদ খুশি।
মোরশেদা আক্তার সীমা।
খোলাচিঠিতে পাঠালাম আজকে ঈদের খুশি,
আমাদের এখানে খুশি রাশি রাশি,
ফিলিস্তিনের মুসলিম ভাইদের জন্য
নয়ন জ্বলে ভাসি,
ওদের জন্য পাঠাতে চাই একটু ঈদের খুশি।
বুকের ভেতর কষ্টগুলো পুড়ছে ভিষণ খোভে
ঈদের দিনও রক্ত ক্ষরণ বিশ্ববাসীর শোভে?
মুসলিম ভাইদের রক্ত দামি বলে দিলাম আমরা,
রোজ হাশরের বিচারে পুড়ুক ইহুদীর হাড় মাংস চামড়া।
কচি শিশুগুলো রক্ত রঙিন পোশাকে করেছে আজ ঈদ,
প্রিয় মুসলিম ভাইয়েরা হয়েছে কত শহীদ।
বিশ্ববিবেক জেগে উঠুক এইনা ঈদের খুশিতে
খোলা চিঠিতে ঈদ খুশি যাক ফিলিস্তিনের মাটিতে।