কোটায় বসে কোটিনী
মীর জাবেদা ইয়াসমিন
দেশটা যাচ্ছে রসাতলে
তাতে বল আমার কি?
সিংহাসনে বসে আমি
খাচ্ছি কেমন খাঁটি ঘি।
উঁচু গলায় গুলি মারো
সাহস কার বলবে কথা!
দেশ চালাচ্ছি রানী সেজে
নিয়ে আমার বাপের কোটা।
ফেল করেছ, চিন্তা কিসের?
পড়বে তুমি দাদার কোটায়,
মেধার এখানে দরকারটা কি
ভর্তি হবে ভালো যেটায়।।
পরীক্ষাতেও আছি আমি
চিন্তার কোন কারণ নাই,
লিখে যাও বইটি দেখে
ফলাফল ভালো হবে তাই।
মনে রেখো আমিই সব
কোটায় কোটায় বেঁচে যাবে,
স্কুল, কলেজ, ইউনিভার্সিটি
চাকরি বাকরিও কোটায় পাবে।
বদলে ফেলছি সকল কিছু
যে যা বলে বলুক ভাই,
বসেছি এবার গদি গেঁড়ে
আমার পুরো বাংলাদেশ চাই।
বিপক্ষে কোন শব্দ এলে
কন্ঠ তাদের চেপে ধর,
সব আইন তো আমার হাতে
মারো পিটো গুলি কর।
আর করবে রাস্তায় মিছিল
গলা বাড়িয়ে চিল্লাবে,
ওই যে আমার বাহিনী সব
গুলির বৃষ্টি ঝরাবে।।
লাশের উপর লাশ ফেলে
পাঠিয়ে দিবো লাশের কোটায়,
কোটায় বসে কোটার খেলা
সেখান থেকে কে আমায় হটায়?
যে যাই বলে বলুক লোকে
আর ছাড়ছি না দেশটারে,
বিপক্ষে কেউ বললে কথা
মটকে দিবো ঘাড়টারে!
সাথে থেকো পক্ষে থেকো
কেউ বলবেনা কিচ্ছু আর,
বলবে কথা আমার স্বরে
স্বর্গের কোটায় হবে দাঁড়।।
______________
Germany: