১৪৮ বার পড়া হয়েছে
০১) প্রকৃতি
সবুজ- শ্যামল প্রকৃতি শোভার
উন্মোচিত স্রোতস্বিনী,
আমার গাঁয়ে উজান তরীর
বহে সকাল-সন্ধীক্ষণী।
০২) অপেক্ষা
নদীর জলে নৌকা ভাসিয়াছে তেপান্তরে,
আমার ওগো আসে নাকো আর–
আমারি ছোট্ট নীড়ে!
আজি যে বড় ক্লান্ত আমি!
নাহি আর কোন আশা!
ভালোবাসি, বড় ভালোবাসি
আসিবে ফিরে সে
করিয়াছি অপেক্ষা!
ভাঙিব না প্রতীক্ষা।
বরণ করে লহিবো
প্রাণভরে তারে,
করিব না কোন প্রহার;
ক্ষমা করো হে-
নিত্য দিনের সঙ্গীনী
আমারি ঘরের রাজশেখর।
ভালবাসি, বড় ভালোবাসি
ওরে! আছি অপেক্ষায়।