৭২ বার পড়া হয়েছে
প্রতিকার
পদদলিত হয়ে থাকব না আর
মানব না দুর্ব্যবহার,
হৃদয় খুঁড়ে জাগানো ব্যথার
হবেই আজ প্রতিকার।
মোহমায়া
জারুল, সোনালু আর কৃষ্ণচূড়া ফুল মাড়িয়ে
এগিয়ে চলি আমি ধীর পায়ে।
আহা! অপরূপ এই সবুজ শ্যামলিমা সন্ধ্যায়
শুকতারারা চুমি দেয় গায়ে।
মানুষ
দূর্বল ভেবে হেয় করো না আর
করো না অবহেলা,
যাদের তুমি ঘৃণ্য ভাব, তারাও
মানুষ, বুঝবে ওবেলা।
অনুরাগ
আকাশ কালো বাতাস কালো
মনজুড়ে কালো মেঘের ছায়া
সব হারিয়ে বিস্বাদ হলো আজ
কাজলকালো চোখের মায়া।