৩৫৬ বার পড়া হয়েছে
০১) প্রাগৈতিহাসিক নারী
ঝাউ বনের আলো ছায়ায়
যেদিন তোমাকে
প্রথম দেখেছিলাম
আবিস্কার করেছিলাম
বুদ্ধের সৌম্য মুখের
সেই হাসিমাখা মুখখানি;
আমার হৃদয়ে বপন হয়েছিল
ভালবাসা নামক এক
স্বর্গীয় অনুভূতি,
তুমি যেনো প্রাগৈতিহাসিক সেই নারী
হৃদয়ে খোঁদাই হয়ে গেছে যে মুখ।
০২) কোথাও যাব না
না কোথাও যাব না
হাত বাড়ালেই যেখানে পাই
তোমার স্পর্শ
রয়ে যাবো সেখানেই।
সংগোপনে আসা যাওয়া
নিরব চোখে কথা বলা,
তুমিময় অনন্ত সন্ধ্যা।
নক্ষত্রের মেলা
চাঁদের মায়াবী জোছনায়
পাতা ঝরার মর্মর শব্দ,
আলো আঁধারিতে মুখোমুখি দুজন
তাই স্বেচ্ছায় মেনে নিলাম
তোমার দেয়া আজীবন এ কারাদণ্ড।