মোঃ নূরুজ্জামান-এর জন্মদিন
নিজের স্বপ্নটা নিজেই লালন পালন করতে হয়,
বর্তমানের স্বপ্ন ভবিষ্যৎ এর দিগে এগিয়ে নেয়,
স্বপ্ন আগামীদিনের বেচে থাকার সাহস দেখায়
আজ আমার স্বপ্নের ঘরে বিশ্রামের দিন।।।
এক অদ্ভুত সুন্দর পৃথিবী
জন্মটা কান্নার মায়ায় যাত্রা
বেচে থাকার জীবন যুদ্ধ
হারিয়ে যাওয়া বেদনার সুখ দুঃখ।
নিয়তির খেলায় পৃথিবী পরিবর্তন
নতুন নতুন প্রদীপের জন্ম হয়
আকাশ জুড়ে শিশুদের হাসি
তাদের মাঝে আমিও একজন
আজ শুভলগ্নের সূচনায়
আমারও জন্মদিন শুরু
শুভেচ্ছা শুভ কামনায়
অতিক্রম হচ্ছে বছর ঘুরে বছর
প্রতিটি মুহুর্ত
স্মৃতির ফ্রেমে
নীল দিগন্তের
পথে হাঠছি…..
শুভ জন্মদিনের শুভেচ্ছায় নিজেই কবিতাটি লিখেন
পদ্মা মেঘনার মিলন স্থলের ভূখণ্ড ঐতিহ্যবাহী চাঁদপুর। একে বাহু বাড়িয়ে জড়িয়ে আছে ডাকাতিয়ার স্রোত ধারা । নদীর ছন্দময় কুলকুল ধ্বনিতে বেড়ে উঠেছেন কবি, কলামিস্ট ও অভিনয় শিল্পী মোহাম্মদ নূরুজ্জামান। স্বভাবতই প্রকৃতি থেকে আত্মস্থ করেছেন কবিতার মূলসূত্র ও অভিনয় । তিনি ইতোমধ্যে সহজসরল শব্দচয়নে ছান্দসিক পঙক্তিমালার মাধ্যমে গভীরে প্রবেশের যাদুকরী ক্ষমতা রপ্ত করেছেন। তাই তার কবিতা বাস্তবমুখী।
কবি ও কলামিস্ট, অভিনেতা মোঃ এন জামান, সহজসরল কিন্তু চাঁদপুরের বৈশিষ্ট্য বিদ্যমান তার মাঝে আদ্যপ্রান্ত। এটাই বুঝি মৃত্তিকার প্রতি রক্তের টান। আজ তাঁর জন্মদিন। সবসময় ঘটা করেই পালন করেন।
মোঃ এন জামান একজন ভালো সংগঠক। একজন দক্ষ ব্যাবস্থাপক, বন্ধু প্রিয় মানুষ। তার চেয়েও বড় কথা, সে একজন কলম সৈনিক, একজন উদিয়মান কবি। কবি ও কবিতা আমার আত্মা। তা বুঝতেই পারছেন তার সাথে লেখা ও অভিনয় সম্পর্কটা আত্মিক। তার দুইটি কবিতার বই, ‘অনুভবের আড়ালে তুমি’ ও ‘বন্ধু’ ইতিমধ্যেই পাঠক প্রিয়তা পেয়েছে এবং অভিনয় করেছে অনেক নাটকে, ফুল, নাক ফুল, ইন্টারভিউ, আমি তুমি অতঃপর ভালোবাসা ইত্যাদি ও বিভিন্ন সংগীতে।
এই মানুষটি সবার জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করেন, সবার উৎসবে প্রাণপুরুষ হিসেবে মুখ বুজে সব কাজ করেন তার জন্য কে বা কেউ কতটুকু করার চেষ্টা করে, সেটাও প্রণিধানযোগ্য। আয়োজনে হউক না একটা জন্মদিন। আসুন না একবার চিৎকার করে বলি, শুভ শুভ শুভদিন, আজ জামানের জন্মদিন।
আজ ১৭ নভেম্বর। আরেকটি নতুন বছরে পা রাখলো এন জামান। এবারের জন্মদিনটি কিন্তু অন্যরকম। শুটিং হাউসে কাজের ফাঁকে সবার সাথে জন্মদিন উদযাপন। সাথে ছিল এবিএম সোহেল রশিদ, নিলয়, হিমি এমডি মনির, পরিচালক স্বপন বিশ্বাস হেদায়েত উল্লাহ তুর্কীসহ অনেকে।
কবি বরাবরই বন্ধুবৎসল। হৈ-হুল্লোড় করে সময় কাটানো তাঁর স্বভাবজাত বৈশিষ্ট্য। বন্ধুত্বের টানাপোড়নকে উপজীব্য করে অমর একুশে বইমেলা-২০২০ প্রকাশিত হয়েছে তার দ্বিতীয় কবিতার বই ‘বন্ধু’। ভিন ভাষাভাষী পাঠকের কথা ভেবে বইটির প্রতিটি কবিতা ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। কবিতাগুলো দেশপ্রেম, রাষ্ট্র যন্ত্রের ত্রুটি-বিচ্যুতি, মানব-মানবীর প্রেম বিরহ ভালোবাসাসহ তার অনুভূতির রসে টইটম্বুর ভাবনাগুলোকে নিজস্ব ব্যঞ্জনায় সাজিয়েছেন। এতে পাঠক ভিন্ন মাত্রার কবিতা পাঠে মুগ্ধ হবে, একথা নির্দ্বিধায় বলা যায়।
মোঃ এন জামান এগিয়ে যাবে অনেক দূর
জামানের স্বপ্ন আকাশের চেয়ে বড়, সেই পারবে সাফল্যের মাইলফলক ছুঁতে। অতিসহজেই মানুষকে আপন করে নেয়ার মহৎ কাজটি রপ্ত করে ফেলেছে জামান, তাই দো’য়া থাকবে এগিয়ে যাও, পথ যতই অমসৃণ হোক না কেন, সাফল্য তোমার নিশ্চিত।
শুভ কামনা, অভিনন্দন ও শুভেচ্ছা।