এস এ কে রেজাউল করিম “মাদার তেরেসা স্বর্ণপদকে” ভূষিত:
সম্প্রতি (কলকাতা):
কলকাতা (ভারত) এর প্রায় শতবর্ষের পুরানো অখন্ড বাংলার বাংলা সাহিত্যের সংগঠন বর্তমানের মহাবঙ্গ সাহিত্য ট্রাষ্ট কর্তৃক রবীন্দ্র সদন (বাংলা অ্যাকাদেমি) চত্বরের বিখ্যাত অবীন্দ্রনাথ সভাকক্ষে আয়োজিত একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশের স্বনামধন্য কবি জনাব এস এ কে রেজাউল করিমকে সাহিত্য জগতে বিশেষ অবদানের জন্য “মাদার তেরেসা স্বর্ণপদক” প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় শ্রী শোভন দেব চট্টোপাধ্যয় (কবি ও কৃষিমন্ত্রী পশ্চিম বঙ্গ সরকার ভারত), শ্রদ্ধেয় শিক্ষাবিদ ও অধ্যাপক সৌগত রায়, শ্রদ্ধেয় শ্রীকুমার বন্দোপাধ্যয় (কবি ও প্রতিষ্ঠিত চার্টার্ড এ্যাকাউন্টেন্ট), শ্রদ্ধেয় রাকেশ চন্দ্র শুক্লা (ইস্টার্ন জোনাল ডিরেক্টর কলকাতা নারকোটিক ডিপার্টমেন্ট) প্রমুখ।
উল্লেখ্য, কবি জনাব এস এ কে রেজাউল করিম এর লিখিত ১০টি একক কাব্য গ্রন্থ, ৩টি যৌথ কাব্য গ্রন্থ ও একটি উপন্যাস ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। প্রকাশের অপেক্ষায় আছে আরও অনেকগুলো গ্রন্থ ।তিনি ইতিপূর্বে ভারত ও বাংলাদেশ থেকে রবীন্দ্র স্মৃতি সম্মাননা সহ অনেক মুল্যবান সম্মানে ভূষিত হয়েছেন।
২ Comments
শুভকামনা রইলো স্যারের জন
very good job; Congratulations