কেমন আছো মৃত্তিকার তলে
কবি রিতুনুর
০৩.১১.২০২১ ইংরেজি
কেমন আছো মৃত্তিকার তলে তুমি
আজও ভালোবাসি
তাই অবসরে নদীর কিনারে আসি।
কাশফুল তুলি,
মনের দুঃখ মনে রেখেই
মিষ্টি হাসিতে কিছু সময়ের জন্য
তোমায় ভুলি।
নৌকায় চড়ে বহুদূরে ভেসে যাই,
তোমার দেখা
কোন গঞ্জে আচমকা যদি পাই।
অপেক্ষায় থাকি,
তুমি আসবে হয়তো একদিন ফিরে,
দেশ স্বাধীন হলেই
দেশটা তো আজ স্বাধীন,
নেই পরাধীনতার ছোঁয়া।
তবু কেন সবি লাগে ধোঁয়া ধোঁয়া।
সুখ কেন লাগে জীবনে অরণ্য রোদন
অনেক কথার ফুলঝুরি মুখে নিয়ে
কৃষ্ণচূড়ার তলে যাই,
চায়ের পেয়ালা হাতে বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষার পায়তারা চলে
আজও চাঁদনী রাতে।
সাইক্লোনের প্রবল ঝড় উঠে বুকে,
তখন খুব জানতে ইচ্ছে করে,
তুমি আছো কি মহাসুখে মৃত্তিকার তলে।