কবিদের কথোপকথন কবিতা
ঃ ক্যামন আছো?
– ভালো।
ঃতুমি?
– থাক সে কথা।
সে কথার ফিতা টানলেই আবার নিঃশব্দে নীরবতায় বিলীন হবে তুমি।
থাক, সে কথা, অনুক্ত থাক।
ঃতবে তাই হোক।
– এবার বলো কাটছে কী করে বেলা??
ঃসে আমার এক দারুণ ছেলে মানুষী খেলা,
সকাল বিকাল কাজের ফাঁকে চিন্তারাজ্যে ডুবে
ভাবতে থাকি চিরকালটা এভাবেই যায় না কেন থেকে।
এভাবেই কাটছে আমার বেলা অবেলা।
-এবার বলো আমায় নিয়ে ভাবনা তোমার??
ঃসে এক রঙিন প্রজাপতি
সারাদিন উড়ে বেড়ায় ফুলে ফুলে,
আর কথা বলে, কানে কানে।
রাজ্যময় কথা তার,
ফুরসত ই নেই আমার, অন্য কোথাও যাবার।
তোমার আছে এমন কেউ কি?
মায়ায় বাঁধছে অহরনিশি!!
-এমন ও কি সম্ভব
তোমার আছে প্রজাপতি
আর আমার থাকবে না, কেউ কি??
আছে, আছে আমার এক পোক্ত হাতের শক্ত তানপুরা!!
আমায় সুরের ভেলায় ভাসায় সারাবেলা।
বৃস্টি দিনে রিনিঝিনি ঝংকার তুলে,
মাতায় আমায় সকল দুঃখ ভুলে।
মৃদুলয়ে বাজতে থাকে…
সে যে মধুর সুমধুর!!
ঃতোমার প্রজাপতি??
– সে সারাবেলা ওড়াতে চায় আমায়,
ফুল, পাঁপড়ি, পাতায়,
আমি ধন্য তার ছোঁয়ায়।
ডানার রঙে রাংগায় আমায়, পরশে মনকে ভেজায়,
গুঞ্জনে বিমোহিত আমি, চাওয়া তাই থাকুক সে ঘিরে আমায়।।
৩ Comments
congratulations
ভালো হয়েছে। বেশ ভালো। কবিতার গাঁথুনি আরেকটু দৃঢ় হলে এবং আরেকটু গতিশীল হলে নির্দিধায় মানসম্মত কবিতা বলা যেতো। সব মিলিয়ে ভালো হয়েছে।
চমৎকার স্মৃতি ও আবেগ কবিতাকে আকর্ষণীয় করেছে।
শুভকামনা, বন্ধু তোমার জন্য।
অনেক অনেক প্রীতি।
ভালো হয়েছে। বেশ ভালো। কবিতার গাঁথুনি আরেকটু দৃঢ় হলে এবং আরেকটু গতিশীল হলে নির্দিধায় মানসম্মত কবিতা বলা যেতো। সব মিলিয়ে ভালো হয়েছে।
চমৎকার স্মৃতি উপমা ও আবেগ কবিতাকে আকর্ষণীয় করেছে।
শুভকামনা, বন্ধু তোমার জন্য।
অনেক অনেক প্রীতি।