স্মৃতির কৈশোর
এনামুল হক টগর
২৫/১০/২০২১
জীবনতো একদিন প্রাচীন প্রেম ও ভালোবাসার কৈশোর ছিল।
সেই ফেলে আসা সময়ের স্মৃতিগুলোতে সবুজ সোনালী মাঠ ছিল,
ছোট নদীর বাঁকে বাঁকে স্রোত ছিল ঢেউয়ে ঢেউয়ে নীল জল!
বালুকাবেলার জীবন থেকে,যৌবন ধীরে ধীরে বেড়ে উঠলো দূরন্ত প্রেমের রাখাল।
চলমান সময়ের সাথে সেই দিনগুলো খেলা করে আনন্দ বিরহ প্রবাহমান গতিতে-
ক্রমেই তা বর্তমান থেকে ভবিষ্যতের দিকে ছুটে যায় নতুন নির্মাণ প্রগতিতে-
উপস্থিত চিন্তাগুলোর গভীরেই লুকিয়ে আছে আধুনিক গবেষণার ফলাফল গুপ্তজ্ঞান!
তা থেকে সমকালের জীবনগুলো আলোকিত হয় সুষম বণ্টন আন্দোলন।
বিস্ময় মুহূর্তে মুহূর্তে বর্তমান ঝরে পড়ে অতীতের পিঠে, মিলনে ইতিহাস হয় নতুন!
সেই ফেলে আসা ছেলেবেলার হারানো রাত্রিগুলো আজও স্মৃতিতে মধুময় আপন।
কিশোরীর রং রস রূপ ধরে আমাকে ডাকে প্রেমের সংসার আগামীর।
অপেক্ষামান ভবিষ্যৎ তাঁর দেহ বীজ থেকেই নব নব বংশধর করে বিস্তার!
একদিন নতুনরাই হেঁটে যাবে রঙিন ভালোবাসার ঘর বাঁধবে যৌবন সংস্কার।
শেষে আবর্তন বিবর্তনে পুরাতনের কাছে জীবন ফিরে যাবে রহস্য নিগূঢ়!
সময়ের আধুনিক চৈতন্যে জীবন আবার ফিরে আসবে তত্ত্বজ্ঞানে প্রাণ উদয়!
স্বতঃস্ফুর্ত চঞ্চলতা ও স্থির বিজ্ঞতায় যৌবন জেগে উঠবে সুদূর জ্যোতির্ময়,
রহস্যের গভীর থেকে জীবন এভাবেই ফিরে আসে জীবন এভাবেই ফিরে যায়!
যৌবন কিশোর আর কিশোরীর রূপ ধরে খেলা করে নতুন ও পুরাতন পরিচয়!
সময় কখনো রংহীন কখনো রংময় কখনো স্মৃতিময়!
জীবন কখনো দুঃখ কষ্টে ও বিচ্ছেদ বিরহে বৈচিত্র্যময়।
লেখক: শিক্ষাবিদ, কবি ও গীতিকার।
১ Comment
অসাধারণ!