১৮১ বার পড়া হয়েছে
একপেট ভাতের আশায়
(হাসান ওয়াহিদ)
২৬ জানুয়ারি ২০২২
তোমরা একপেট ভাত দেবে, এই আশায়
বিষজলে গা ধুয়ে বুক পেতে শুয়ে থাকা নারী
আমার বোন, আমার মা।
শৈশব থেকে গভীর কেঁদে উঠতে চাওয়া
এখনও ঝাপসা করে দেয় মাঘের কুয়াশা,
জানি না কবে ঘুচবে এই মন্বন্তর!
শ্রাবণের লালিত বৃষ্টির মতো
বেভুল বনানী-বারিধারা-গুলশানে কেঁপে ওঠে
অচেতন রমণী-ভুবন।
পটুয়া কামরুল হাসানের সুচারু শিল্প হয়ে
নারীরা ভেসে যায় মাটির পাত্রের মতো বিচূর্ণ।
একপেট ভাতের আশায় বিষজলে গা ধুয়ে
বুক পেতে শুয়ে থাকা নারী
যোনি পেতে শুয়ে থাকা নারী
আমার বোন, আমার মা।
(পটুয়া কামরুল হাসানের একটি চিত্রকর্ম)