৪৪৬ বার পড়া হয়েছে
একটা দুটো
পুষ্পিতা চট্টোপাধ্যায়
একটা দুটো তারা
ফুটছে দেখ, ফুটছে দেখ
হচ্ছি দিশাহারা।
একটা দুটো ফুল
ফুটছে দেখ, ফুটছে দেখ
ভেবে না পাই কুল।
একটা দুটো বাজি
কুকুর লেজে ফুলঝুরিটা
লাগিয়ে ছোটে পাজী।
একটা দুটো কথা
ফসকে গেলে বুকের ভাঁজে
পাথর পাথর ব্যথা।
একটা দুটো দিন
জমাট মেঘে থমকে গেলে
হই যে উদাসীন।
একটা দুটো সুর
গুনগুনিয়ে যায় সারাদিন
গুঞ্জনে ভরপুর।
একটা দুটো ভুল
দেয় ভাসিয়ে জীবনবেলার
সুখগুলো বিলকুল।
Kolkata, India