১৬০ বার পড়া হয়েছে
ইচ্ছে করে
রিতুনুর
হারিয়ে যেতে ইচ্ছে করে
হিজল-তমাল বনে।
যেখানে পাখিরা আসে যায়,
ডাকে ক্ষণে ক্ষণে।
হারিয়ে যেতে ইচ্ছে করে,
অনেক দূরে
যেখানে ভালবাসায় বাবুইপাখি
বাঁধে সূখের নীড়,
সেই দুর্লভ জায়গা কাটিয়ে
দিতে ইচ্ছে করে মন
সেখানেই থাকতে ইচ্ছে করে
জনম জনম!!
আমি কল্পনার সাগরে
ঢেউয়ের তালে ভাসি,
আমি নিরিবিলি প্রাকৃতিতে
একা-একা আপন মনে হাসি।
প্রজাতির সাথে কল্পনাতে
শূন্যে শূন্যে ভাসি।
আমার স্বপ্নগুলো যা ইচ্ছে তাই
আমি ছলনাময়ী ছলচাতুরীর
মানুষকে ভয় পাই।
এই জগতে যতো মিথ্যা ভালোবাসার কথা
মানুষগুলো নির্ভাবনায় বলে
তাইতো আমি সব ছেড়ে বনে যেতে চাই চলে।।
১ Comment
চমৎকার উপস্থাপন