আলোর মিছিল
খান জান্নাতুল ফেরদৌস আলাপী (অপরাজিতা)
পৃথিবী আমার আসল ঠিকানা নয় একদিন মৃত্যু এসে নিয়ে যাবে পৃথিবী থেকে সেই অনন্ত জীবনে,আমার মাটির ঘরে আর আমার ঠিকানাই।একথা যদি প্রতিটা মানুষ ভাবত এখানে কোন মানুষই আর অপরাধি হতো না শয়তানও ধোকা দিতে পারত না, অথচ মানুষ যে কত বড় অপরাধী তাদের অপরাধ হিসাব করলে শয়তানও হার মেনে যায়।একজন কে আমি চিনি, তার কাজই হচ্ছে নারী পটানো, নারীদের সাথে ছলনা করা প্রেমের অভিনয় করে মিথ্যে ভালোবাসা দিয়ে তাকে জয় করা,তারপর তাকে ছেড়ে আবার নতুন নারী শিকার করা।আচ্ছা ভালোবাসাতে কি অভিনয় হয়?
এর উত্তর আমি আজও পায়নি তবে যারা বেশ্যা বৃত্তি করে, তাদের জন্য ভালোবাসাটা অন্যায় হয়ে যায় কারণ সমাজ তাদের মেনে নেয় না, অথচ আজ আমার এ বড় বেলাই প্রতিটি মানুষ কে আমি বলতে চাই এই যে যারা তোমরা আলোর মিসিলে হাঁটছ, তাঁরা একবার ভেবে দেখ এই বেশ্যারা না থাকলে তোমরা নারীরা কিছুতেই রাস্তায় বেড়তে পারতে না, শেয়াল, কুকুরের মত তোমাদের থাবা দিয়ে নিয়ে যেত এই সমাজের পুরুষরা ওদের আহার তৈরি করতো প্রতিনিয়ত।
আমাদের দেশটা মুসলিম দেশ, এখানে সেক্স ফ্রি নয়, তবু সকলে ইসলাম ভুলে মিথ্যা প্রেমে জড়িয়ে একে অপরকে ভোগ করে। এটা আরো বেশি অন্যায়। যে সকল সমাজের মাথা দেশের মুকুট বা ধনী ব্যাবসায়ী নারীদেরকে টাকার বিনিময়ে কিনছে তারাতো তাকে কিনে নিচ্ছে আর যারা আবেগ, মোহ, মায়া, ছলনা দিয়ে ভোগ করছে আর ছুড়ে ফেলে দিচ্ছে এদেরকে কোনদিন ক্ষমা করা যায় না। ঘরে বোউ থাকা সত্তেও অন্য নারী নিয়ে যারা সময় কাটাই অর্থাৎ নারী লোভী পুরুষ জীবনে কোনদিন উন্নতি করতে পারে না। যতই চেষ্টা করুক আল্লাহ্ এদের থেকে রহমত বরকত সকলই উঠাই নেন। কারণ মানুষের চোখের পানি বড় বেশি ভয়ঙ্কর হয়, আপনি যখন জানতে পারবেন সামান্য টাকার জন্য আপনার স্ত্রী বা কন্যা বা বোন বেশ্যাবৃত্তি বেছে নিয়েছেন। তখন আপনার যতটা কষ্ট হবে ঠিক ততটাই কষ্ট হয় যখন জানা যায় আপনার স্বামী হোটেলে অন্য নারীর সাথে রাত কাটাচ্ছে জানলে। আবার সেই স্বামী যখন বাড়িতে এসে বোউকে বয়ান দেয় পু্রুষরা বাইরে যাই করুক ঘরে ফিরে যাকে নিয়ে বিছানায় শুয়ে থাকে। তাকে ফ্রেশ চাই অর্থাৎ ঘরের বোউকে সতীসাবিত্রী হতে হবে। তখন সত্যিই খুব হাসি পায়, আরো বেশি হাসি পায় যখন তিনি ইসলামিক বয়ান দেন, আলোর পথে চলতে বলেন অথচ নিজেকে শুধরায় না।
দেখেন নারী এবং পুরুষ একে অপরের পরিপুরক সকলেরই উচিৎ একে অপরকে সম্মান করা, সত্যিকারের ভালোবাসা, অবশ্যই নিজেকে সঠিক পথ আর আলোর পথে পরিচালিত করাই মানব ধর্ম।
আসুন আমরা সকলে আলোর মিসিলে যায় আলোর পথে হাঁটি।
(এই গল্পটি যদি কারো জীবনের সাথে মিলে যাই লেখক দায়ী নয়, গল্পটি লেখকের কল্পনা, ধন্যবাদ সকলকে)