তোমার প্রশংসাধ্বনি
আরিফ মঈনুদ্দীন
আমি যেদিকে তাকাই সর্বত্রই তোমার গুণগান
সশব্দে উচ্চারণে যতটুকু নৈঃশব্দ্যে অনুচ্চারিত আরো বেশি
আমার কেবল তৃতীয় নয়নে ফুটে উঠে সব
আমার কেবল ষষ্ঠ ইন্দ্রিয়ে বাজে সে বাঁশির সুর
যে বাঁশি বিনয়ে বিগলিত হতে হতে
নৈঃশব্দ্যের করোটিতে জমা করে রাখে তোমার প্রশংসাধ্বনি
আমি ইন্দ্রিয়াতীত অনুভূতিতে
এ এক অন্যরকম আবহে শুনি কেবল শুনি
আমার চোখ বেয়ে নামে শ্রাবণের ধারা
আনন্দাশ্রুর স্রোতে তোমার সুপারিশে রহমত ভেসে ভেসে আসে
তোমার অস্তিত্ব আমি টের পাই আমার ভিতরে বাহিরে চারপাশে—
তরুলতা বৃক্ষ শাখায় তোমার প্রশংসাধ্বনি
সদাহাস্য ফুলের ঠোঁটে তোমার প্রশংসাধ্বনি
পাখপাখালির কলকাকলিতে তোমার প্রশংসাধ্বনি
কুলকুল বয়ে যাওয়া নদীর কলকল তানে তোমার প্রশংসাধ্বনি
অদৃশ্য অলৌকিক কানে প্রশান্তিময় এ এক বিশেষ গুঞ্জরণ
আমি শুনি কেবল শুনি
সাগরের উন্মাতাল ঊর্মিমালায় তোমারই প্রশংসাধ্বনি
পাহাড়ে পাথরে, মরু বালুকারাশিতে তোমার প্রশংসাধ্বনি
সর্বংসহা জমিনের ধূসর ধূলিতে তোমার প্রশংসাধ্বনি
আমি আকুল হয়ে
ব্যাকুল তৃতীয় কর্ণে শুনি কেবল শুনি
দ্যুলোকে ভূলোকে সত্য নিনাদে কোরাস কণ্ঠে একটিই শুধু নাম
স্রষ্টার প্রিয় হাবিব আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
(আরিফ মঈনুদ্দীনের কাব্যগ্রন্থ ‘দি প্রফেট’ থেকে সংকলিত)