আপনি জানেন কি? জি ঠিক দেখছেন।
বা দিকের লোকটি সততার সাথে চেষ্টা করছিলেন ক্রিকেটের জন্য। মতিঝিল থেকে ক্রিকেট নিয়ে আসেন মিরপুর স্টেডিয়ামে। মাঠ তৈরি হয় আধুনিক পদ্ধতিতে। ক্রিকেট পায় নিজস্ব স্টেডিয়াম। হোম অব ক্রিকেট মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। ফারুক আহমেদ হন চীপ সিলেটের।
পরবর্তীতে টিম ঢেলে সাজানো হয়। প্রথম বারের মত দলে নেয়া হয় মুশফিক, সাকিব, তামিম, রিয়াদ, রাজ্জাকের মত ক্রিকেটারদের। তাদের অবদান আজকে অজানা নয়। শুরু হয় বাংলাদেশে ক্রিকেটের স্বপ্নের যাত্রা। কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানো, পোর্ট অব স্পেনে ২০০৭ ওয়ার্ল্ডকাপে ইন্ডিয়াকে হারানো, সুপার এইটে উঠে সাউথ আফ্রিকাকে হারানো। সমীহ করা টীম হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে টীম।
অথচ গত অন্তত ১৩ বছর আমাদের দুর্নীতিতে ডুবে থাকা পাপনের বোর্ড সেই পাচ জহুরিসম প্লেয়ার আর বের করতে তো পারেনইনি উপরন্তু তাদের কাধে ভর করে এখনো চলছিলেন।
দেশ আজ নতুন স্বপ্ন দেখছে।
স্বাগতম ফারুক আহমেদ।
আরাফাত রহমানকে কি কেউ মিস করছেন? হয়তো না। কারন ওই ইতিহাস এই জেনারেশনকে জানানো হয়নি।
২১ বার পড়া হয়েছে