আনমনা
মোসাঃ উম্মে জহুরা
আকাশের দিকে তাকিয়ে আমি
আমার কথা মনে মনে বলি,
অসহায়ের মতো করে তাকিয়ে থাকি।
তুমি তো আমারই পাশে আছো
কতো কাছে আছো……?
তবুও মনে হয় এ যেন গো কিছু নয়
মনের মাঝে তোমায় নিয়ে
কতো ঝড় খেলে যায় আনমনে
চুপিসারে!
ভয় হয়, আমি তোমাকেই হারিয়ে ফেলি
কোন এক অজানায়।
সেদিন তুমি রবেনা আর পাশে,
আর ঐ আকাশ সাক্ষী রবে,
বারে বারে ফিরে আসবে ঐ দিন
শুধু পাশে রবে না তুমি আর আমি।
হয়তো কোন মাহেন্দ্রক্ষণে তুমিও যাবে
আমিও যাবো আর ঐ আকাশ প্রানে
স্মৃতি চারণ করে কিছুক্ষণ মনে পড়বে?
আবার তুমি আমি দুজনে মিলে আর কখনো হবে না
পাশাপাশি শুয়ে-বসে ঐ আকাশ আর দেখা।
জীবনের সমাপ্তিতে কতো ব্যাপ্তি নিয়ে,
দুফোঁটা গড়িয়ে চোখের জলে ফেলা।
১ Comment
very good poetry; Congratulations